টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন কয়েকদিন হল। কিন্তু তার মধ্যেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন বলিউডের বিতর্কের রাণী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। প্রথমে পাঠান না দেখেই তিনি বলেন মানুষ অহেতুক পাঠান নিয়ে লাফালাফি করছেন। তবে সিনেমা দেখার পর নিজের মন্তব্যকে ঘুরিয়ে দিলেন তিনি। ইতিবাচক দিক তুলে ধরে তিনি বললেন, ‘‘দেশবাসীর মনোযোগ আকর্ষণ করে ভালবাসা পেয়েছে পাঠান।’’
কঙ্গনার পোস্টের প্রতিক্রিয়ায় এক ব্যক্তি মনে করিয়ে দিতে চান, “কঙ্গনা অভিনীত শেষ ছবি ‘ধকড়’ প্রথম দিনে মাত্র ৫৫ লাখ টাকা আয় করেছে এবং ছবির মূল সংগ্রহ ২.৫৮ কোটি। যদিও পাঠান প্রথম দিনেই আয় করেছে ১০০ কোটির বেশি। এর চেয়ে হতাশাজনক আর কিছুই নয়।” এই মন্তব্যের জবাবে কঙ্গনা (Kangana Ranaut) বলেন, “হ্যাঁ, ধকড় ঐতিহাসিক ব্যর্থতার নজির, আমি কখন সেটা অস্বীকার করেছি? বরং ‘পাঠান’ গত দশ বছরে শাহরুখের প্রথম সফল ছবি, আমরাও তাঁর থেকে অনুপ্রেরণা পেলাম। আমি আশা করি আমরাও একই রকম সুযোগ পাব যা দেশ তাঁকে দিয়েছে। এত কিছুর পরেও ভারত মহান, উদার, জয় শ্রী রাম।”
যাঁরা দাবি করছেন ‘পাঠান’ ঘৃণাকে হারিয়ে দিয়ে ভালবাসা পেয়েছে, তাঁদের উদ্দেশেই প্রশ্নটি রাখেন অভিনেত্রী তথা পরিচালক। তাঁর কথায়, ‘‘খেয়াল করুন ভারতীয়রা টিকিট কেটে দেখছেন। ভারতবাসীর ভালবাসা। যাঁদের মধ্যে ৮০ শতাংশই হিন্দু। তাঁরাই ‘পাঠান’ দেখছেন। এর অর্থ, দেশ এখনও ধর্মসহিষ্ণুই আছে। জয় যার হয়েছে সে হল ভারতবাসীর ভালবাসার।’’
শুধু তাই নয়, তিনি আরো বলেন, ‘‘আমি বিশ্বাস করি, ভারতীয় মুসলিমরা দেশপ্রেমী। আফগানিস্তানের পাঠানদের মতো নন। তাই ভারত কখনও আফগানিস্তান হবে না। পাঠান-এর যে চরিত্র এই সিনেমায় রয়েছে, সে-ও ভারতীয় মুসলিম। চিত্রনাট্য তা-ই বলছে।’’ যদিও এরপরে তিনি স্বীকার করেন খুব ভালোভাবেই সাফল্য পেয়েছে এই ছবি। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির দুর্দিনে এরকম ছবি আরো হওয়া দরকার।
আরো পড়ুন: Ranbir Kapoor : রেগে গিয়ে ফোন ছুঁড়ে ফেললেন রণবীর কাপুর! অনুরাগীর সঙ্গে দুর্ব্যবহারে চরম কটাক্ষের শিকার অভিনেতা