বগটুইকাণ্ড ও মিড ডে মিল নিয়ে বিস্ফোরক টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মূলত,গতবছরই বগটুই গ্রামে নিহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই চেক বিলির কয়েকটি ছবি শনিবার টুইটে পোস্ট করেছেন বিরোধী দলনেতা। ক্ষতিপূরণের কয়েকটি চেকও টুইটে পোস্ট করেছেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর দাবি, মিড ডে মিলের টাকা থেকে বগটুইয়ে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার।

 

টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘বগটুইকাণ্ডে নিহতদের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্য আসলে এসেছে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া মিড ডে মিলের ফান্ড থেকে।ছবি তোলার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুল পড়ুয়াদের খাদ্য ও পুষ্টির জন্য কেন্দ্রীয় সরকারের তহবিলের অপব্যবহার করছে। এটি একটি আর্থিক অপরাধ।’

এদিকে গতকালই মিড ডে মিল নিয়ে ফেসবুক পোস্টে দুটি চেকের ছবি দিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি নেতা ধ্রুব সাহা।এনিয়ে তদন্তেরও দাবি করে তিনি লিখেছিলেন,-‘পার কাঁদিতে হতদরিদ্র জনজাতি মানুষ গুলো মারা যাওয়ার পরে সাহায্য করছিল বলে কেন্দ্র সরকারের স্কিমের #মিড_ডে_মিলের টাকা দিয়েছিল। আবার সামনে এলো বগ টুই এর ঘটনায় যে সমস্ত মানুষগুলোকে আর্থিক সহায়তা করা হয়েছিল সেই টাকাও কেন্দ্রীয় স্কিম #মিড_ডে মিল থেকে টাকা দেয়া হয়েছে। এই ঘটনার সত্য অসত্য বিচার করে তদন্তের দাবি জানাই।’

 

আরো পড়ুন:Kangana Ranaut: পাঠান নিয়ে আবার বিতর্ক ছড়ালেন কঙ্গনা