বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তবে এবার নিরামিষ রেসিপি (Recipe) দিয়েও বাড়ির সকলের মন জয় করতে পারেন।
বাড়িতে বানিয়ে নিন বেগুনের কোফতা।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরন
২টো বড় সাইজের বেগুন
পেঁয়াজ কুচি এক কাপ
১টা টমেটো কুচি
কয়েক কোয়া রসুন কুচি
কয়েকটা কাঁচা লঙ্কা কুচি
ধনেপাতা কুচি
২টো শুকনো লঙ্কা
ময়দা আধ কাপ
কর্নফ্লাওয়ার
গোলমরিচ গুঁড়ো হাফ চামচ
লাল লঙ্কা গুঁড়ো আধ চামচ
সামান্য হলুদ গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ
পরিমাণমতো তেল
পদ্ধতি
১) প্রথমে বেগুনের গায়ে সামান্য তেল মাখিয়ে ভালো করে পুড়িয়ে নিন।
২) পোড়া বেগুনের খোসা ছাড়িয়ে চটকে নিন।
৩) কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ হালকা ভাজা হলে রসুন কুচি, নুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিন।
৪) এবার বেগুন দিয়ে দিন। সামান্য হলুদ আর নুন দিন। বেগুনটা খুব ভালো করে কষিয়ে নামিয়ে নিন। একটু ঠান্ডা হতে দিন।
৫) বেগুনের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কোফতার আকারে গড়ে নিন।
৬) বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। বেগুনের কোফতাগুলো এই মিশ্রণে ভালো করে মাখিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রাখুন।
৭) আধ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে কোফতাগুলো হালকা ভেজে নিন।
৮) কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে টমেটো কুচি দিয়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য জল দিন। ঘন হয়ে এলেই এতে বেগুনের কোফতাগুলো দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে যাবে বেগুনের কোফতা!