এবার ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য বড়সর সুখবর।মূলত,দিঘা-পুরী-দার্জিলিং।সংক্ষেপে দিপু’দা।সরষে পায়ে বাঙালিকে সংক্ষেপে অনেকেই দিপুদা বলে ঠাট্টা, রসিকতা করে থাকেন।এহেন ভ্রমণপ্রিয় বাঙালির কথা মাথায় রেখে এবার চালু হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

প্রতি বছর এ রাজ্য থেকে বিপুল সংখ্যায় পর্যটক পুরী, ভুবনেশ্বর সহ ওড়িশার বিভিন্ন পর্যটন কেন্দ্রে যান।সেটা মাথায় রেখেই ওই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিল রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসেই বন্দে ভারতের এই রুটের ঘোষণা করা হতে পারে। খুব অল্প সময়ে যাতে পুরী পৌঁছনো যায়, তার জন্য এই ট্রেনে খুব সীমিত সংখ্যক স্টপেজ থাকবে। বন্দে ভারত এক্সপ্রেসে মাত্র ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যেই পুরী পৌঁছে যাবেন যাত্রীরা।জানা গিয়েছে,হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস হবে বন্দে ভারতের নবম সংস্করণ হতে চলেছে।এই ট্রেনটি খুব নির্দিষ্ট সংখ্যক স্টেশনে দাঁড়াবে।তবে কোন কোন স্টেশনেই বা দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস,এর ভাড়াই বা কত হবে,-সে সম্পর্কে এখনও অব্দি নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

 

আরো পড়ুন:Sujit Bose:অগ্নি নির্বাপকের বড় ব্যবস্থা কলকাতা বইমেলায়!শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে জানালেন মন্ত্রী সুজিত