খুব শীঘ্রই শুরু হতে চলেছে ৪৬ তম আন্তর্জাতিক বইমেলা।তার আগেই শুক্রবার মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে যান দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।মন্ত্রীর সাথে এদিন ছিলেন দমকলের ডিজি সহ একাধিক কর্মকর্তা।পুলিশ ও গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় সহ অন্য কর্মকর্তাদের নিয়ে মেলা প্রাঙ্গনের সমস্ত অংশ এদিন ঘুরে দেখেন মন্ত্রী।পাশাপাশি কোথায় দমকলের টেন্ডার রাখবে,জলের ব্যবস্থা কোথায় কী আছে,সমস্ত কিছু খতিয়ে দেখেন।

এরপর সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে মন্ত্রী জানান,-যতদিন মেলা চলবে সব রকম সতর্কীকরণ ব্যবস্থা গ্রহণ করা হবে।মেলার ভেতরে দমকলের বেশ কয়েকটি বড় ইঞ্জিনের পাশাপাশি মোবাইল বাইক থাকবে।যা ব্যবহার করে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যেতে পারে।এছাড়াও সেন্ট্রাল পার্কের মধ্যে একটি জলাধার আছে দরকার হলে সেখান থেকে জল ব্যবহার করা হবে।প্রত্যেকটি গলিতে দুটো থেকে তিনটে চ্যানেল করা হয়েছে।যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করা যায়।

উল্লেখ্য,কোভিডের কারণে গত দুই বছর প্রত্যাশিত ভিড় দেখতে পাওয়া যায়নি কলকাতা বইমেলায়।তবে এই বছর ভিড় যে যথেষ্ট বেশি হবে সেদিকে একপ্রকার নিশ্চিত আয়োজকরা।তাই এবছরের কলকাতা বইমেলায় নিরাপত্তার দিক থেকে কোনরকম খামতি রাখতে চাই না দায়িত্বপ্রাপ্তরা।

 

আরো পড়ুন:Amartya Sen:অমর্ত্য সেনের নোবেল জয় নিয়ে শুরু রাজ্য-রাজনৈতিক তরজা