প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করে উঠে এসেছিল হুগলি জেলার যুবতৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম।তিনি এখন ইডি (ED) হেফাজতে।তবে এবার সেই কুন্তলের ঘোষের বয়ানে আরো বিপাকে পড়েছে পার্থ চট্টোপাধ্যায়।
ইডি সূত্রে খবর,তাপস ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দফায় দফায় কুন্তলকে সাড়ে ১৯ কোটি টাকা দিয়েছিলেন।সেই ১৯ কোটি টাকার মধ্যে তিনি ১৫ কোটি টাকা নাকি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে।কুন্তলের বয়ান অনুযায়ী,কখনও পার্থের নাকতলার অফিসে, কখনও তাঁর আবাসনের কাছে একটি শপিং মলের রেস্তরাঁয় প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ সচিবের হাতে টাকা তুলে দিয়েছেন তিনি।কুন্তলের আরও দাবি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট পাওয়া নগদ প্রায় ৫০ কোটি টাকার মধ্যে তাঁর দেওয়া সাড়ে ১৫ কোটি টাকা রয়েছে।কুন্তল জানিয়েছে,পার্থকে দফায় দফায় টাকা দেওয়ার সময় গোপাল দলপতি নামে নাকি তাপস-ঘনিষ্ঠ এক ব্যক্তি কুন্তলের সঙ্গে থাকতেন।
এদিকে গোপাল যে তাপসের ঘনিষ্ঠ ছিলেন, তা জিজ্ঞাসাবাদে আগেই তাপস মেনে নিয়েছিল।তাপস তদন্তকারীদের জানিয়েছিলেন,এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে কয়েক জন প্রার্থী ছিল গোপালের।তাঁদের কোনও ভাবে চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য গোপাল তাঁকে একাধিক বার অনুরোধ করেছিলেন।তাপস শেষে গোপালকে পাঠিয়ে দেন কুন্তলের কাছে।তাপসের বয়ান অনুযায়ী,তারপর থেকে তাঁর সঙ্গে গোপাল তেমন যোগাযোগ রাখতেন না,কুন্তলের সঙ্গেই থাকতেন।এখন এই ঘটনা কোন দিকে মোড় নেই সেটাই দেখার।
আরো পড়ুন:Rathin Ghosh:প্রজাতন্ত্র দিবসে শান্তি-ঐক্যতার বার্তা দিলেন খাদ্যমন্ত্রী