নিয়োগ দুর্নীতিতে ইডির তলবে মঙ্গলবার ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মানিক ভট্টাচার্ষ ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)।এদিন ঠিক সাড়ে দশটা নাগাদ ইডির দফতরে পৌঁছান তিনি তারপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ।প্রথম দফায় তাপস এবং বর্তমানে ইডির হেফাজোতে বন্দি কুন্তল ঘোষকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে ইডি।তারপর তাদের বয়ান রেকর্ড করে।এরপর দুজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি।

ইডি সূত্রে খবর,দুজনকে মুখোমুখি বসিয়ে ৩২৫ জনের যে ক্যান্ডিডেট লিস্ট আছে সেটি সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।পাশাপাশি কুন্তলের ফ্ল্যাট থেকে যে কালো ডাইরি উদ্ধার হয়েছে।তাতে লেখা টাকার বিনিয়োগের বিষয়ে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলে।সাথে ডায়েরি থেকে একধিক জায়গায় সাংকেতিক ভাষায় কি লেখা ছিল?তা দুজনের কাছ থেকেই জানার চেষ্টা করা হয়।

তবে কুন্তলের কালো ডাইরির পাশাপাশি কুন্তলের তিনটি পেনড্রাইভও পাওয়া গিয়েছিল।ইতিমধ্যেই পেনড্রাইভে থাকা একাধিক তথ্য জানতে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।তবে এদিন সেই বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।এছাড়াও গ্রেফতার হওয়ার পর থেকে কুন্তল কেনো গোপাল দলপতি এবং নীলাদ্রি ঘোষের নাম নিয়েছিলেন?কি যোগ আছে তাদের এর সাথে।তাও জানতে চাওয়া হয়।এছাড়াও দুজন দুজনের দিকে যে টাকা নেওয়ার অভিযোগ তুলেছে,তার সত্যতা কতটা?কে সত্যি বলছে,তাও খতিয়ে দেখা হয় তাদের বয়ানের মাধ্যমে।

 

আরো পড়ুন:Subhas Bose:প্রয়াত প্রাক্তন বিধায়ক সুভাষ বসু