সোমবার ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম বার্ষিকী।আর এই দিনটিতেই মধ্যমগ্রাম সুভাষ মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।এবং অনুষ্ঠানের মধ্যে,-দল মত নির্বিশেষে একসঙ্গে থাকার বার্তা দেন খাদ্যমন্ত্রী।

দেখা যায়,এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন,প্রসেসের বিশিষ্ট নাট্য ব্যক্তি দেবশঙ্কর হালদার,মেলা কমিটির সম্পাদক নিতাই পাল সহ সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।তবে এদিন মেলার উদ্বোধন করার আগে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়।যেটি মধ্যমগ্রাম স্টেশন চত্বর এলাকার রবীন্দ্র মঞ্চ থেকে হয়ে মধ্যমগ্রাম স্টেশন রোড ধরে,এসে পৌঁছায় মধ্যমগ্রাম চৌমাথার পাশে সুভাষ মাঠে।আর এদিনের এই প্রভাত ফেরীতে পা মেলান রাজ্যের খাদ্যমন্ত্রীও।এবং প্রভাত ফেরি সম্পন্ন হওয়ার পরই মন্ত্রী নেতাজি মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে ৩৫ তম বর্ষের সুভাষ মেলা শুভ সূচনা করেন।

এই মেলা উদ্বোধন হওয়ার পর খাদ্যমন্ত্রী বলেন,-“প্রত্যেক বছরই এই সুভাষ মেলার নেতাজির জন্মদিনেই সূচনা করা হয়।সুভাষ চন্দ্র বসু আমাদের শিখিয়েছিলেন,মানুষের মধ্যে ভেদাভেদ না করে একসঙ্গে চলতে।তাই এই মেলায় রাজনৈতিক রং ছড়ায় না।বরং দলমত নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে এই মেলাকে এগিয়ে নিয়ে যায়।”অন্যদিকে মেলা কমিটির সম্পাদক বলেন,-“মধ্যমগ্রামের এই মেলা একটি ঐতিহ্য।মধ্যমগ্রামের সুভাষ মেলা এমন একটা মেলা এখানে সাধারণ মানুষ যেমন থাকেন।তেমনি রাজনৈতিক নেতৃত্ব দলমত নির্বিশেষে তারা আসেন।একদিকে যেমন বাম নেতৃত্ব থাকেন।পাশাপাশি আমাদের তৃণমূলের যারা তারাও থাকেন।এই মেলায় কোনো রাজনীতির রঙের ছোঁয়া পাওয়া যায়না।”

 

আরো পড়ুন:Netaji Subhash Chandra Bose:নেতাজিকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী