“সিপিআইএম তো ৩৪ বছর ধরে প্রজন্মকে ধ্বংস করে গেছে।ওদের মুখে নীতিকথা মানায় না।” শনিবার হালিশহরে ডানলপ ঘাট ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমনই কথা বলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী (Snehashis Chakraborty)।এদিন হালিশহরে ডানলপ ঘাট ফেরি সার্ভিসের পাশাপাশি দুটি লঞ্চের উদ্বোধন করা হয়।যেখানে উপস্থিত ছিলেন,পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী,বিধায়ক সুবোধ অধিকারী,চেয়ারম্যান কমল অধিকারী,এবং উপ পৌর প্রধান শুভঙ্কর ঘোষ,রাজ্যের ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ সকল পৌর প্রতিনিধিরা।

সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে একটা প্রজন্ম ধ্বংস করার অভিযোগ করেছে সিপিআইএম।সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে সেই প্রসঙ্গ উঠে আসে পরিবহন দপ্তরের মন্ত্রীর মুখে। বলেন,-“সিপিআইএম তো ৩৪ বছর ধরে প্রজন্মকে ধ্বংস করে গেছে।সিপিআইএম যত নেতা আছে তাদের পরিবার পরিজনেরা তারা সবাই শিক্ষা,স্বাস্থ্য,পরিবহন দফতরে কাজ করে।এমনকি ৩৪ বছর ধরে মানুষের ট্যাক্সের টাকা ভোগ করেছে তারা।সেই সিপিআইএমের মুখে নীতিকথা মানায় না।”

একযোগে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন,-“২০১৪ সালে বিজেপি দল আসার পর,পেট্রোল ডিজেলের দাম ৮০% বেড়েছে।অনেকেই এর জন্য পরিবহন ব্যবসা থেকে সরে যাচ্ছে।বারবার কেন্দ্রীয় সরকারকে বলি পেট্রোল ডিজেলের দাম কমাতে।তাও কিছু সমাধান হচ্ছে না।”মন্ত্রী আরো বলেন,-নোট বন্দি থেকে শুরু করে ভ্যাকসিন প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য কোটি টাকা লুটপাট করেছে বিজেপি।এরপরই বিজেপির অধিকাংশ নেতাদের নাম উল্লেখ করে মন্ত্রী আরো বলেন,-টাকা লুট করছে বিজেপি।তাদের নেতারাই বিভিন্ন কেলেঙ্কারির সাথে যুক্ত।অনেকেই টাকা লুট করে বিদেশেও পালিয়ে গেছে।তাদের সাহায্য করেছে বিজেপি।

সাথে তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারি নিয়ে তিনি বলেন,-আমাদের দল থেকে অবস্থান পরিষ্কার করে দেওয়া হয়েছে।বিচারব্যবস্থায় কেও দোষী প্রমাণিত হলে তার পাশে দল কোনোভাবে থাকবে না।কিন্তু যতক্ষন বিচার প্রক্রিয়া না শেষ হচ্ছে,ততক্ষণ কাওকে দোষী বলতে পারিনা।”মন্ত্রীর আরো সংযোজন,-আমরা ১১৮০ টা বাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছি টাটাদের সাথে।এছাড়াও আমি বেশ কিছু ই-কেব পশ্চিমবঙ্গ কলকাতায় চালু করে দিয়েছি।এছাড়াও ভেইকেল লোকেশন ট্র্যাকিং থেকে শুরু করে স্ক্যাব পুলিশি নিয়ে আসছি।বিভিন্ন জায়গায় স্ক্যাব কারখানা গড়ে উঠবে।এবং ধাপে আমরা পুরনো গাড়িগুলোকে নিষ্কাশন করব।যাতে পরিবেশ দূষণ কমে যায়।১৫ বছরের ঊর্ধ্বে আর খারাপ গাড়ি থাকবে না।পাশাপাশি টোটো চলা নিয়ে যে সংঘর্ষ হয়,তা নির্দিষ্ট রুটে আনার পরিকল্পনা হচ্ছে বলে এদিন জানান মন্ত্রী।

 

আরো পড়ুন:Moscow-Goa Flight:মস্কো গোয়াগামী বিমানে বোমাতাঙ্ক!ঘুরিয়ে দেওয়া হল ২৪৭ যাত্রী বহনকারী উড়ানকে