পুলিশে (Police) চাকরির পরীক্ষার ফলাফলে গড়মিল!আর এই অভিযোগকে সামনে রেখে শুক্রবার সকালে করুণাময়ীতে (Korunamoyee) জমায়েত করেন হবু উর্দিধারীরা।করুনাময়ী বাসস্ট্যান্ড থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন আন্দোলনকারীরা।তবে সেই খবর আগেই পেয়েছিল পুলিশ।সকাল থেকে করুণাময়ী চত্বর ঘিরে ফেলে সাদা পোশাকের পুলিশ কর্মীরা।এবং করুনাময়ী থেকে মিছিল এগোনোর আগেই ধরপাকড়ও শুরু করে পুলিশ।আটক করে বেশ কয়েকজন হবু উর্দিধারীদের প্রিজনভ্যানে তোলে পুলিশ।আর যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আন্দোলনকারীদের দাবি,পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মিথ্যা রিজার্ভেশন পলিশির নাম করে সমস্ত নিয়োগ পরীক্ষার রেজাল্ট এখনো আটকে রেখেছে।আন্দোলনকারীদের রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে আদালত নাকি এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স দেয়নি।আন্দোলনকারীরা বলছেন, যেখানে সমস্ত রিক্রুটমেন্ট নিউ রিজার্ভেশন পলিসির আন্ডারে হচ্ছে,তাহলে আমাদেরটা কেন আটকে থাকবে?তাদের কথায়,-পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত রেজাল্ট দ্রুত বের করার দাবিতে এই মিছিল এগোচ্ছিল।নিজের দাবি জানাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছিলাম।কিন্তু কে শোনে কার কথা! জমায়েত হওয়ার আগেই তো আমাদের আটক করা হল।
অবশ্য এই বিষয়ে এখনও পুলিশের শীর্ষ কর্তাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।বস্তুত,অতীতে এভাবেই বারে বারে পুলিশের হাতে আটক হতে দেখা গিয়েছে হবু শিক্ষকদের।এদিনের ঘটনায় ফিরল সেই স্মৃতি।