ভোটের আগে ইডি আরো অস্বস্তি বাড়ালো শাসক শিবির তথা তৃণমূলের (TMC)।ফের তৃণমূল দলের দুই নেতার বাড়িতে হামলা চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা ইডি (ED)।দেখা যায়,শুক্রবার সকাল থেকে একযোগে একাধিক জায়গাতে হানা দিলেন কেন্দ্রীয় আধিকারিকরা।

শুক্রবার সকাল থেকে হুগলির (Hooghly) দুই তৃণমূল নেতার (TMC Leaders) বাড়িতে তল্লাশি শুরু করেছে ইডি। একদিকে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা, ঠিক একই সময়ে বলাগড়ে হুগলি জেলা পরিষদের কর্মাধক্ষ্য শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছে গিয়েছে ১২ জনের টিম।

প্রসঙ্গত, দু’জনেরই বলাগড় থেকে উত্থান। শান্তনুর বাড়ি বলাগড়ের বারুপাড়া গ্রামে। আর কুন্তলের পৈতৃক ভিটে শ্রীপুর পঞ্চায়েত এলাকায়। তবে কুন্তল ইদানীং বেশিরভাগ সময়ে চিনার পার্কের ফ্ল্যাটেই থাকেন। বলাগড়ের বাড়িতে কয়েটি পোষ্য কুকুর রয়েছে। তাদের দেখভাল করেন পরিচারকরা।

জানা গিয়েছে,শিক্ষক নিয়োগে দুর্নীতিতে যে নতুন নতুন নাম উঠে এসেছে। তাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল এই কুন্তলের নাম নেন। সিবিআই তদন্তের পর দাবি করেছে, তাপস তাঁদের জানিয়েছেন যে, বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা কুন্তলের কাছে পৌঁছেছে। সব মিলিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কুন্তলের বিরুদ্ধে। এর পর হুগলির যুব নেতার ফ্ল্যাটে শুক্রবার সকাল থেকে ইডি আধিকারিকরা দু’টি দলে ভাগ হয়ে তল্লাশি চালান।আর সেই সূত্র ধরে উঠে আসে শান্তনুর নাম।একটি সূত্র জানাচ্ছে,শান্তনুর নাম তাপসই দিয়েছেন তদন্তকারীদের কাছে।তিনি জানিয়েছেন,শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতিতে জড়িয়ে বলাগড়ের ওই নেতাও।

 

আরো পড়ুন:Subhankar Chattopadhyay: শুভঙ্করের বিরুদ্ধে উঠলো হেনস্থার অভিযোগ, ঠিক কি ঘটেছিল?