নিয়োগ দুর্নীতি কাণ্ডের আঁতুড়ঘরে বন্দি যেনো শুধু তৃণমূল নেতারই।যেভাবে প্রতিদিন নাম জড়াচ্ছে একের পর এক হাইভোল্টেজের নাম।প্রতিদিনের মতো আজও তৃণমূল নেতার বাড়িতে যেভাবে ইডি তল্লাশি চালালো,তাতে বিরোধীরা জোর দিয়ে বলেই যাচ্ছে,এই সরকার আর কদিনের জন্য।এবার এই নিয়োগ দুর্নীতি কান্ড নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মূলত,পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আজ ছিল বিজেপির গুরুত্বপূর্ন বৈঠক।সেই বৈঠকের আগেই তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে মুখ খোলেন বিরোধী দলনেতা।বলেন,-“পশ্চিমবাংলায় শিল্প নেই,চাকরি নেই, ৭০ হাজার কর্মসংস্থান বিক্রি করা হয়েছে।”তিনি আরো বলেন,-পার্টির সিস্টেম অনুযায়ী,জাতীয় কর্মসূচির পরে সব রাজ্যে হয়। স্বাভাবিকভাবে এটা সাংগাঠনিক ওয়ার্মআপ বলতে পারেন।তাতে শুধু পঞ্চায়েত কেন আগামী আসন্ন যে সকল বিষয় রয়েছে,পুরোটাই আলোচনা হবে।এবং সবথেকে বড় কথা নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দুর্নীতি,এটাও আমাদের আলোচনায় থাকবে।আরও কীকরে জোরদার গণ আন্দোলন করা যায়।কারণ বর্তমানে পশ্চিমবাংলায় কিছুই নেই,বলে দাবি করেন।

পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন,-“এই বৈঠকের সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই।কিন্তু যেহেতু পঞ্চায়েত ভোট সামনে আছে,সেহেতু পঞ্চায়েত ভোট নিয়েও আলোচনা হবে।পঞ্চায়েত ভোট আলোচনার বিষয়,কিন্তু পঞ্চায়েত ভোটই মুখ্য বিষয় নয়।”

তবে এদিন সুকান্ত এবং শুভেন্দু মুখ খুললেও এড়িয়ে গেলেন দিলীপ ঘোষ।প্রসঙ্গত,এর আগে একাধিকবার বিজেপির দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছে।প্রত্যক্ষ ও পরোক্ষভাবেও কথা চালাচালি হয়েছে।দলের অন্যতম প্রবীণ কর্মী হয়েও,বৈঠকের আগে তবে কি সেই কারণেই নিজেকে ব্রাত্য রাখলেন দিলীপ ঘোষ?এখন এই প্রশ্ন উঠছে।

 

আরো পড়ুন:Subhankar Chattopadhyay: শুভঙ্করের বিরুদ্ধে উঠলো হেনস্থার অভিযোগ, ঠিক কি ঘটেছিল?