একেন্দ্র সেন ওরফে একেন বাবুকে (Eken Babu) নিয়ে বাংলা গোয়েন্দা সিরিজ ও চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় লেখক সুজন দাশগুপ্ত (Sujan Dasgupta) বুধবার সকালে প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিলো ৮০ বছর। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সম্প্রতি স্ত্রী সহ শান্তিনিকেতনে যাওয়ায় বাড়িতে তিনি একাই ছিলেন বলে জানা গেছে। পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছয়। তার পর দরজা ভেঙে, ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।
বর্তমানে কলকাতার সার্ভে পার্ক পুলিশ লেখক সুজন দাশগুপ্তর (Sujan Dasgupta) মৃত্যুর মামলার তদন্ত করছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে একন বাবুর (Eken Babu) চরিত্রে অভিনয় করা অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) একটি বিবৃতিতে বলেছেন, “আমি সত্যি বলতে কী বলব জানি না, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সুজন দাশগুপ্তের কাছে আমি অনেক ঋণী। অনেকের কাছে আমি প্রথমে একেন বাবু এবং পরে অনির্বাণ চক্রবর্তী, এবং সেই চরিত্রের পিছনের মানুষটি আর নেই এমনটা ভাবলেই আমার হৃদয় ভেঙে যায়।” তিনি আরো বলেন, “সুজন দা, একজন অত্যন্ত মেধাবী এবং রসিক ছিলেন, তিনি প্রায়ই ঠাট্টা করে বলতেন যে তিনি একন বাবুকে পর্দায় অন্যরকম দেখতে কল্পনা করেছিলেন, কিন্তু যখন থেকে আমি এই চরিত্রে অভিনয় করেছি, তিনি একেন বাবুকে এভাবেই কল্পনা করছেন। এই উক্তিটি আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে, সুজন দা। আমি তাকে গভীরভাবে মিস করব।”
একেন বাবু একটি জনপ্রিয় গোয়েন্দা সিরিজ যার প্রসার আট থেকে আশি বছরের সকল দর্শকদের মধ্যে।
আরও পড়ুন…Urfi Javed : মুম্বই পুলিশের কাছে সুরক্ষার আবেদন করলেন উরফি জাভেদ