বুধবার দত্তপুকুর জয়পুল এলাকায় ‘দিদির দূত’ হিসেবে গিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)।তবে সেখানে গিয়ে এলাকার মানুষের কাছে একরাশ ক্ষোভের মুখে পড়তে হয় সাংসদকে।স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে রাস্তাঘাট নির্মাণ,নর্দমা তৈরি,১০০ দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।এছাড়াও আবাস যোজনা নিয়েও অভিযোগ করা হয়।সব কথা শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এদিন সৌগত।

মূলত,বর্তমানে জোড়কদমে চলছে,দিদির সুরক্ষা কবচ কর্মসূচি।সেই কর্মসূচি প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছে দিতে যাচ্ছে দিদির দূতরা।তেমনি বুধবার জয়পুল এলাকায় কালীমন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করার কথা ছিল সাংসদ সৌগত রায়ের।তবে বুধবার সেখানে গিয়ে প্রতিটি পদক্ষেপেই বাধার সম্মুখীন হতে হয় সাংসদকে।ঠিক সময়ে আসা সত্ত্বেও প্রথমে মন্দিরের গেট না খোলায় কিছু সময় মন্দিরের বাইরে অপেক্ষা করে থাকতে হয় সাংসদকে।যাতে অস্বস্তিতে পরে যায় তৃণমূল দল।যদিও এ ব্যাপারে সাংসদ জানান,যাঁর কাছে চাবি ছিল তাঁর পৌঁছতে দেরি হওয়ার কারণেই সমস্যা হয়েছে।এটা তেমন কোনও সমস্যা নয় বলে দাবি করেন তিনি।

এরপর কালীমন্দির থেকে বের হন তিনি।সেই সময়ই দেখা যায় মন্দিরের বাইরে সাংসদকে ঘিরে ধরেন এলাকাবাসীরা।আবাস যোজনা সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য আসুরা বিবির স্বামী আবদুল হাইকে নিয়েও অভিযোগ করা হয় তৃণমূল সাংসদের কাছে।এই বিষয়ে মহম্মদ ইজরায়েল মণ্ডল নামে ওই এলাকার এক বাসিন্দা বলেন,-“গত ১৫ বছরে কোনও কাজ করেননি আবদুল হাই।জব কার্ড, ড্রেন, পুকুরের কোটি কোটি টাকা আত্মসাত্‍ করেছেন।পাড়ায় নর্দমা নেই অথচ ওঁর বাড়িতে সুইমিং পুল রয়েছে।প্রয়োজনে আমি দুর্নীতির সব নথি তুলে দেব।”অবশ্য এরপরই সাংসদ তাদের আশ্বাস দিয়ে বলেন,-“সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে।”পরে সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে আবাস যোজনা নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংসদ জানান,-অভিযোগ জানিয়েছেন মাত্র ২-৩ জন।সাংসদের কথায়,-“অনেক অযোগ্য লোক ঘর পেয়েছেন বলে যে অভিযোগ করছেন,সেই অভিযোগ করলেই শুধু হবে না।তার একটা তালিকা বানিয়ে দিতে হবে।মুখে মুখে বললে এগুলো কিছু করা যায় না।এখানে প্রধান আছেন,বিধায়ক আছেন।তাঁদের কাছে সেই তালিকা দিন।”এর সাথে আবদুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান সৌগত।

 

আরো দেখুন:Khadya Mela:খাদ্য মেলার উদ্বোধনে গিয়ে,নির্দল পৌরপ্রতিনিধিকে পৌরপ্রধান করার দাবি সৌগত’র