“মমতা ব্যানার্জি মধ্যাহ্নের সূর্য।তাই দিদিকে কিছু করা যায় না।”মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আক্রমণাত্মক মূলক মন্তব্যের পাল্টা উত্তর দিতে গিয়ে এমনই কথা বলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।তবে শুভেন্দু অধিকারীর কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন এমন মুক্তি দিলেন খাদ্যমন্ত্রী?জানা গিয়েছে,সম্প্রতি খাদ্য মন্ত্রীর উপস্থিতিতে যে থাপ্পড় কাণ্ড ঘটেছিল তার পরিপেক্ষিতে এক সভায় বিরোধী দলনেতা বলেছিলেন,-‘বিজেপির সরকার বাংলায় হবে।আর তখন ওই ভিডিওটা হারিয়ে যাবে না।ওই দুটো হাত দিয়ে পা ধুয়ে আপনাকে জল খাওয়ানো হবে।’ পাশাপাশি দলীয় সভা থেকে তৃণমূলকে কড়া আক্রমণও করেছিলেন শুভেন্দু।

মঙ্গলবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে সেই প্রসঙ্গই উঠে আসে খাদ্যমন্ত্রীর কথায়।তিনি প্রথমেই বলেন,-“উনি আক্রমণ করেছেন বলে আমি ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করব না।আমি ওই রাজনীতিতে বিশ্বাসী নই।”এরপরই বিরোধী দলনেতার ওপর প্রশ্ন ছুড়ে মন্ত্রী বলেন,-“ওনার রাগটা কার উপর ব্যক্তি রথীন ঘোষ,নাকি তৃণমূল কংগ্রেসের সৈনিক রথীন ঘোষের উপর?আমি যার নেতৃত্বে যার দলে আছে তার উপর?”

সর্বশেষে বিরোধী দলনেতাকে পরামর্শ দিতে গিয়ে মন্ত্রী বলেন,-“শুভেন্দু অধিকারীকে আমি অনুরোধ করবো কোনদিন দুপুরবেলা সূর্যের দিকে তাকানোর জন্য।দেখবেন তাকানো যায় না,চোখ ঝলসে যায়।মমতা ব্যানার্জি হচ্ছে মধ্যাহ্নের সূর্য।তার দিকে তাকানো যায় না,কিছু করাও যায় না।উনি রাজ্যে থেকে রাজ্যের বিরোধিতা করছেন,এটা মানুষ খুব ভালো চোখে নিচ্ছেন না।”

 

আরো দেখুন:Rakul Preet Singh : স্কুলে যৌণ শিক্ষার ক্লাসে হাসাহাসি করতেন, সেক্স এডুকেশন সম্পর্কে নিজের মতামত জানালেন “ছত্রিওয়ালি” রাকুল প্রীত সিং