বাবা মায়ের বিয়ে দেখার ভাগ্য সকলের হয়না। তবে উজান গাঙ্গুলি (Ujaan Ganguly) সেই ক্ষেত্রে ব্যতিক্রম। ১৫ই জানুয়ারি রাতেই বাবা মায়ের আবার নিয়ে দিলেন উজান। আনন্দবাজার অনলাইনের তরফ থেকে যোগাযোগ করলে উজান বললেন, ‘‘অপূর্ব অভিজ্ঞতা! মা-বাবার মালাবদল দেখার চাক্ষুষ অভিজ্ঞতা আগে হয়নি। এক আত্মীয়ের বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানেই কেক কাটা হল, তার পর ছিল সারপ্রাইজ়। বাবা-মায়ের জন্য মালা রাখা ছিল। মালাবদল করল ওরা। আমিও জানতাম না, ওদেরও জানা ছিল না কিছু।’’
তবে কৌশিক ও চূর্ণীর আসলে বিবাহ বার্ষিকী ১৬ জানুয়ারি। তাহলে আগের দিন কেনো এই সেলিব্রেশন? উজান (Ujaan Ganguly) বললেন, ‘‘বিশেষ কোনও আয়োজন কোনও দিনই করতে হয় না। আমরা বরাবর নিজেদের মতো থাকি। হয়তো বেরোব, হয়তো ছবি দেখব, আলোচনা করব। তেমন কিছু ভাবা হয়নি।’’
অন্যদিকে কৌশিক চূর্ণীকে সিঁদুর পড়াচ্ছেন সেই ছবি দিয়ে চুর্নী লিখলেন, ‘‘৩০ বছর আগের কথা। সেই মুহূর্ত, যখন সামনে কী আছে না জেনেই নতুন জীবনে আত্মসমর্পণ।’’
স্মৃতির পাতা উল্টে দেখলে মনে পড়ে যায় বহু পুরনো কথা। বিয়ের আগের দিন স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন চূর্ণী আর কৌশিক সেই সময় একটি স্কুলের মাস্টার ছিলেন। সেই সময় শ্বশুরবাড়িতে পা রাখেন চূর্ণী। পরবর্তীকালে অভিনয়ের জগতে আসে কৌশিক। পুরনো সময়কার কথা মনে পড়ায় চূর্ণী বলেন, “নতুন বাড়ি, উৎকণ্ঠা। তার পর ছবির জগৎ। তার মাঝেই এসে পড়ল ছোট্ট আর এক জীবন, উপহারের মতো, নাম উজান।’’

আরো পড়ুন: Rakhi-Adil : রাখিকে নিজের স্ত্রী বলে মান্যতা দিলেন আদিল

By Torsha