মিষ্টি খেতে ভালোবাসেন এরকম মানুষ খুব কমই আছেন। আর শেষ পাতে যদি একটু মিষ্টি না থাকে তাহলে খাওয়াটাই যেনো সম্পূর্ন হয়না। তাই এবার বাড়িতে বানিয়ে নিন এই দুর্দান্ত মিষ্টির রেসিপি (Recipe)। বাড়িতে বানিয়ে নিন বাদাম ফিরনি। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।
উপকরণ
হাফ কাপ চাল
২৫০ গ্রাম আমন্ড পেস্ট
এক লিটার দুধ
এক চিমটে দারুচিনি পাউডার
হাফ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
কনডেন্সড মিল্ক
এক চিমটি কেশর
পরিমাণমতো চিনি
পদ্ধতি
১) সারা রাত আমন্ড ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিন।
২) এক-দুই ঘণ্টা চাল ভিজিয়ে রাখুন। তারপর চালের পেস্ট করে নিন।
৩) প্রথমে দুধ জ্বাল দিতে বসান। দুধ ফোটানোর সময় ঘন ঘন নাড়তে থাকবেন। দুধ ফুটে ফুটে একেবারে ঘন হয়ে আসবে।
৪) এবার চাল ও বাদামের পেস্টটি ঘন দুধের মধ্যে দিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন, নইলে পাত্রের তলায় লেগে যেতে পারে।
৫) মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে দিয়ে দিন কনডেন্সড মিল্ক। বার বার নাড়তে থাকুন।
৬) এর পর এলাচ গুঁড়ো, কেশর দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। একেবারে থকথকে হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।
৭) ফিরনি ঠান্ডা হওয়ার পর আরও ২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন সেট হওয়ার জন্য।
৮) দুই ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করে পরিবেশন করুন কেশর বাদাম ফিরনি। ফিরনির ওপরে আমন্ডের টুকরো ও অল্প কেশর ছড়িয়ে দিতে পারেন।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন মুগ সামালি পিঠে