খুব শীঘ্রই ৪৬ তম কলকাতা বইমেলা (Kolkata Book Fair) শুরু হতে চলেছে।জানা গিয়েছে আগামী ৩০ জানুয়ারি এই বইমেলা শুরু হবে।থিম কান্ট্রি ‘স্পেন’।কলকাতা বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বইমেলার উদ্বোধনের সময়ের পরিবর্তন হচ্ছে এবার।বিকেল সাড়ে চারটের পরিবর্তে এবার দুপুর ২টার সময় বইমেলার উদ্বোধন হবে।সোমবার দুপুরে সল্টলেকে মেলা প্রাঙ্গন পরিদর্শনের পর মেলার আয়োজক পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় একথা জানান।

এদিন সম্পাদকের সঙ্গে এই মেলা পরিদর্শনে যেতে দেখা যায়,গিল্ড এর সভাপতি সুধাংশু শেখর দে, বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ বিধাননগর পুলিশ আধিকারিকরা।মেলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানের সময় পরিবর্তনের পাশাপাশি আরো একাধিক বিষয় নিয়ে বৈঠক করা হয়।জানানো হয়,এদিনের বৈঠকে বইমেলার নিরাপত্তা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে।আরও বেশি করে মেলা প্রাঙ্গণে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে বইমেলায় পুলিশি নজরদারি চলবে।

মেলায় আগত বইপ্রেমীদের সুবিধার্থে বইমেলার জন্য আলাদা বাস টার্মিনাস করা,এবং ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।পাশাপাশি এই বইমেলায় জল সরবরাহ পর্যাপ্ত রাখা হচ্ছে।মশার তেল দেওয়ার ব্যবস্থা থাকবে।কেএমডিএ-র পক্ষ থেকে মাঠ সাজানোর ব্যবস্থা নেওয়া হবে।আলোকিত করার ব্যবস্থা নেবে বিধাননগর কর্পোরেশন এবং কেএমডিএ-র পক্ষ থেকে।আরো জানানো হয়,মেলার মধ্যে যে রান্নাবান্নার ব্যবস্থা করা হতো সেগুলো এখন মেলা প্রাঙ্গণের বাইরে করা হবে।এদিন ত্রিদিব চট্টোপাধ্যায় আরো বলেন,-“এবার প্রায় ৯০০ স্টল হবে।এবারই প্রথম মেট্রোর সুবিধা পাওয়া যাবে।গিল্ডের পক্ষ থেকে এবার রবিবার মেট্রো চালানোর আবেদন করা হয়েছে।”অন্যদিকে বিধাননগর পুলিশের কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন,-“বইমেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্য আমরা সমস্ত রকমের ব্যবস্থা নিচ্ছি।”

 

আরো পড়ুন:Paschim Midnapore : বেহাল দশা ফিল্ম সিটির, সরকারের কাছে আবেদন কর্মীদের