রবিবার আইএমএ-র এক বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসতে।সেখানে যোগ দিতে আসেন সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি ও তৃণমূল বিধায়ক নির্মল মাঝি (Nirmal Majhi)।নির্মল মাঝি ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন আই এম এ সভাপতি তপন কুমার বিশ্বাস,বারাসাত মেডিকেল হাসপাতালের আসিস্টেন্ড সুপার ডক্টর সুব্রত মন্ডল,রাজ্য আই এম এর অর্থ সচিব বিবর্তন সাহা,নিউরোলজিস্ট ডক্টর স্বপন রায় সহ প্রমুখ।

এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর আমলে চিকিৎসা ব্যবস্থার কতটা উন্নত হয়েছে।সেই খতিয়ান তুলে ধরেন বিধায়ক নির্মল মাঝি।বলেন,-“তৃণমূল সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়ন ঘটেছে।এখন সব দিক দিয়ে চিকিৎসা ব্যবস্থা আর পিছিয়ে নেই।মহামারী করোনার সময়তেই দিন রাত এক করে মানুষকে পরিষেবা দিতে প্রস্তুত ছিল ডাক্তাররা।আমার ধারণা এইভাবে এই সরকারের আমলে আরো উন্নত হবে চিকিৎসা ব্যবস্থা।আরো মানুষ নতুন জীবন পাবে।”

পাশাপাশি ডাক্তারদের ওপর অমানবিক আচরণের পরিপ্রেক্ষিতে তিনি বলেন,-“ডাক্তারদের ভগবানের সঙ্গে তুলনা করা হয়।রোগীর পরিবারও সেটাই ভাবে।অথচ তাঁদের হেয় প্রতিপন্ন করার কোনও কসুর করে না একশ্রেণীর অসাধু মানুষ।তাঁদের শুভবুদ্ধির উদয় হোক।”

 

আরো পড়ুন:Sabyasachi Chakroborty : সিনেমা জগত থেকে বিদায় নিচ্ছেন “ফেলুদা” সব্যসাচী চক্রবর্তী !