আবারো ইতিহাসের পাতায় দাগ কাটলো সেনা দিবস (Army Day)।কারণ ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম রাজধানীর বাইরে পালন করা হলো সেনা দিবসের প্যারেড।জানা গিয়েছে,এবার ৭৫ তম সেনা দিবসকে বিশেষ করে তুলতে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সেই কারণে বদল আনা হয়েছে স্থানেও।দিল্লির বদলে এই প্রথম বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছে সেনাবাহিনীর বিশেষ প্যারেডের।

দেখা যায়,সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডের উপস্থিতিতে এই প্যারেড শুরু হয়। তিনি সেনাবাহিনীর বীরত্ব পুরস্কার বা গ্যালান্টারি অ্যাওয়ার্ডও দেন। এরপর সেনা বাহিনীর পক্ষ থেকে নানা কসরত প্রদর্শন করা হয়। মোটরবাইকে স্টান্ট দেখায় সেনাবাহিনীর সার্ভিস কর্পস টর্নেডো। প্যারাট্রুপাররা স্কাইডাইভিং করেন। এছাড়াও ডেয়ারডেভিল জাম্প, সেনাবাহিনীর এভিয়েশন কর্পসের হেলিকপ্টার নিয়ে ফ্লাই পাস্টও প্রদর্শিত হয়।

মূলত,প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস হিসাবে পালন করা হয়। ১৯৪৯ সালে শেষ ব্রিটিশ কম্যান্ডার ইন চিফ জেনারেল স্যার ফ্রান্সিস রবার্ট রয় বুচারের হাত থেকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব তুলে নেন স্বাধীন ভারতের প্রথম জেনারেল কেএম কারিয়াপ্পা। তিনিই ভারতের প্রত্‍ম সেনা প্রধান। এই দিনটিকে স্মরণে রাখতেই সেনা দিবস হিসাবে পালন করা হয়।

আজকের সেনা দিবসের অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে দাবি করেন, ‘ভারতীয় সেনা সমস্ত রকম অবস্থার জন্য রয়েছে। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে সেনা প্রস্তুত।’

পাশাপাশি সেনাদিবসের প্লাটিনাম জয়ন্তীতে জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারতীয় সেনা আমাদের গর্ব। দেশের আপত্‍কালীন পরিস্থিতিতে সেনাই আমাদের সুরক্ষা দেয়।’

 

আরো পড়ুন:Writwik Mukherjee: অভিনয় জীবনের যাত্রা কেমন ছিল ঋত্বিকের? কি বললেন তিনি?