খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতেই তৈরি করুন বেকড ফিস কেক। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ

৬-৭ পিস কাতলা মাছ

ব্রেড ক্রাম্বস

পেঁয়াজ কুচি

২ টেবিল চামচ পাতিলেবুর রস

এক কাপ দুধ

মাখন পরিমাণমতো

১ টেবিল চামচ রসুন কুচি

চিজ

৩টে ডিম

১ চা চামচ মিক্সড হার্বস

১ চা চামচ গোলমরিচ গুঁড়ো

পদ্ধতি

১) প্রথমে মাছের পিসগুলো ভাল করে ধুয়ে নিন। কড়াইতে পরিমাণমতো জল দিয়ে মাছগুলো সেদ্ধ করে নিন ভাল করে।

২) মাছগুলো একেবারে সেদ্ধ হয়ে জল থেকে তুলে নিন। মাছের চামড়া ও কাঁটা ছাড়িয়ে নেবেন।

৩) একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। তাতে দুধ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মিক্সড হার্বস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন ভাল করে।

৪) এবার অন্য একটি বাটিতে মাছের টুকরো, লেবুর রস, ব্রেড ক্রাম্বস, গলানো চিজ, নুন একসঙ্গে মাখিয়ে নিন। তাতে ডিমের মিশ্রণটা ঢেলে আরও একবার ভাল করে মাখিয়ে নিন। এতে গলানো মাখনও দেবেন।

৫) একটা বেকিং ট্রে-তে মাখন ব্রাশ করে নিন। এতে মাছের মিশ্রণটা পুরোটা ঢেলে ছড়িয়ে দিন। একেবারে সমান করে দেবেন। ওপরে গ্রেট করা চিজ ও ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেবেন।

৬) মাইক্রোওয়েভ ওভেনে ১০-১২ মিনিট বেক করে নিন। তারপর ছোটো ছোটো পিস করে কেটে পরিবেশন করুন বেকড ফিস কেক।

আরো পড়ুন: Alia Bhatt : নাটু নাটু-র গোল্ডেন গ্লোব জেতার পরে RRR টিমের জন্য দুর্দান্ত পার্টির আয়োজন করতে চলেছেন আলিয়া ভাট!

 

 

By Torsha