কিছুদিন আগেই গেরুয়া শিবিরের কাছে জয় শ্রী রাম স্লোগান শুনতে হয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh)।আবারো সেই ঘটনারই বলা যায় পুনরাবৃত্তি ঘটল শনিবার।তবে এবার জয় শ্রী রাম নয়,শুনতে হল ‘লাল সেলাম,লাল সেলাম’।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়।

জানা গিয়েছে,দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিতে পাঁশকুড়ায় গিয়েছিলেন কুণাল ঘোষ।দলীয় নেতাকে সামনে পেয়ে স্লোগান দিচ্ছিলেন স্থানীয় নেতারা।তার মধ্যেই কানে আসে স্লোগান ‘কুণাল ঘোষ লাল সেলাম, লাল সেলাম’। যা শুনে চমকে যান তিনি।

কেন দিলেন এই স্লোগান?সূত্রের খবর,২০২১ সালের রাজ্যের বিধানসভা ভোটের আগে,পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাম নেতা সুধাংশু আদক যোগ দেন তৃণমূল কংগ্রেসে।তাঁর সঙ্গে যোগ দেন তাঁর একাধিক অনুগামী।আর সুধাংশুর অনুরাগীরাই কুণাল ঘোষের উপস্থিতিতে লাল সেলাম স্লোগান দেন।আর তাই দীর্ঘদিন ধরেই তাঁর অনুগামীরা এই স্লোগানে অভ্যস্ত ছিলেন।তাই স্বাভাবিক ভাবেই তাঁদের মুখ দিয়ে এই স্লোগান বেরিয়ে এসেছিল।যদিও সম্বিত ফিরতেই সেই স্লোগান বন্ধ করে তাঁরা বর্তমান দলের স্লোগান দেন।গোটা বিষয়টি নিয়ে কুণাল ঘোষ এক বাম নেতার কথা মনে করিয়ে দিয়ে বলেছেন,-“উনি জানলে খুব খুশি হতেন।”

 

আরো পড়ুন:Didir Suraksha Kawach:খাদ্যমন্ত্রীর সামনেই গ্রামবাসীকে তৃণমূল কর্মীর চড়!দিদির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার