বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দর জন্ম তম বার্ষিকী মহাসমারোহে পালন মেতে ছিল গোটা ভারতবাসী।এর মধ্যেই বিতর্কিত মূলক মন্তব্য করে বিপাকে পড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra khan)।
মনিষীদের সঙ্গে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে তুলনা করার চল চলছে বর্তমানে রাজনীতিতে।গত বছর তৃণমূলের চিকিত্সক নেতা নির্মল মাজির একটি বক্তব্য নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। সংখ্যাতত্ত্ব উল্লেখ করে নির্মল প্রমাণ করতে চেয়েছিলেন মা সারদা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রূপে জন্মগ্রহণ করেছেন।তাঁর কয়েক দিন বাদে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে ফেরা বাগদার বিধায়ক বিশ্বজিত্ দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রানি রাসমণির তুলনা টেনেছিলেন।এবার সেই পথে হাঁটলেন যেনো বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিনে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) তুলনা টানলেন।
বিষ্ণুপুরের যুব মোর্চার কর্মসূচিতে যোগ দিতে নিজের সংসদীয় কেন্দ্রে গিয়েছিলেন সৌমিত্র। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদীজি হয়ে জন্মগ্রহণ করেছেন। স্বামীজি আমাদের কাছে ভগবান। কিন্তু দেশের জন্য নরেন্দ্র মোদীজি যা করেছেন তাতে আধুনিক ভারতের নবরূপের স্বামীজি নরেন্দ্র তিনিই।’
এই বিষয়ে বিশিষ্ট ব্যক্তিরা বলছেন,মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী হয়তো এসব নিজেরাও শুনতে পছন্দ করেন না।কিন্তু নেতানেত্রীদের খাতায় নম্বর বাড়াতে গিয়ে তাদের দলে নিজেদের জায়গা বজায় রাখতে মোদী মমতাকেই বিড়ম্বনার মুখে ফেলছেন নির্মল, সৌমিত্রদের মতো বিধায়ক, সাংসদরা।এখন এটাই দেখার সৌমিত্রর এই বক্তব্য কোন কোন মহলে কী প্রতিক্রিয়া তৈরি করে।এবার এই বিষয় নিয়ে কতটা উত্তেজনায় পারদ জন্মায়!
আরো পড়ুন:Nabanna:তিন মাসে আবাস যোজনার কাজ শেষ করতে হবে!বড় ঘোষণা নবান্নের