প্রধানমন্ত্রীর প্রকল্পে মোদীর ছবি বা প্রকল্পের নামের বদলে কেনো মুখ্যমন্ত্রীর নাম?এই নিয়ে উত্তেজনা ছড়ায় মঙ্গলবার সল্টলেকে।জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা সহ কেন্দ্রের গণবন্টন ব্যবস্থা পশ্চিমবঙ্গে সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখতে মঙ্গলবার সল্টলেকে (Saltlake) এসেছিলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন তথা বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।এছাড়াও ছিলেন,কেন্দ্রীয় ফুড,কনজিউমার এফেয়ার্স এন্ড পাবলিক ডিস্টিবিউশন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা।

এদিন তাঁরা সল্টলেকের দত্তাবাদ এলাকার একটি ন্যায্যমূল্যের রেশন দোকানে যান।সেখানে কেন্দ্র সরকারের যে অতিরিক্ত রেশন বরাদ্দ হয়েছে সেটা ঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষের কোনো অভিযোগ আছে কিনা তা নিয়ে কমিটির সদস্যরা কথা বলতে যান।অবশ্য সেই সময় এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন।এরপরই লকেট চট্টোপাধ্যায় এবং দোলা সেন নিজেদের মধ্যে তর্জায় জড়ান।প্রধানমন্ত্রীর ছবি বা প্রকল্পের নাম কেনো নেই?তার বদলে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি কেনো এই নিয়ে বচসা শুরু হয়।

এরপরই সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে বিজেপি সাংসদ লকেট বলেন,-“কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং কেন্দ্র সরকারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে চাল-গম পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়া হয়েছে। সুতরাং এই প্রকল্প ১০০ শতাংশ কেন্দ্রের।কিন্তু আমি এখানে কোনো কেন্দ্রীয় সরকারের লোগো, প্রধানমন্ত্রীর ছবি বা প্রকল্পের নাম কোথাও দেখতে পাইনি।”

অপরদিকে আবার বিজেপি সংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে তৃণমূলের রাজ্য সভার সংসদ দোলা সেন বলেন,-“প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার লোগো এবং ব্যানার এখানে আছে।আমি রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে চাইছি না।তবে আমি বলবো এই রাজ্যে ২০২০ সাল থেকে বিনামূল্যে রেশন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু রেখেছেন।”

 

আরো পড়ুন:Suvendu Adhikari:বিজেপির আতঙ্কে ঘুম উড়েছে তাই আপত্তি গঙ্গা আরতিতে:কটাক্ষ শুভেন্দুর