মঙ্গলবার বঙ্গ বিজেপির পক্ষ থেকে বাবুঘাটের কাছে বাজে-কদমতলা ঘাটে গঙ্গা আরতি কর্মসূচি করতে চেয়েছিল পদ্ম-শিবির।কিন্তু সেই কর্মসূচিতে অনুমতি দিল না পুলিশ।এবার এই নিয়ে একযোগে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে তুলোধোনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।কটাক্ষ করে বলেন,-‘বিজেপির আতঙ্কে ঘুম উড়েছে তাই আপত্তি গঙ্গা আরতিতে’।

এরপরই জনসমক্ষে বললেন,-‘পুলিশ বলে আর কিছু নেই।’মূলত,ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তবে ত্রিপুরা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সরকার ও পুলিশকে তুলোধোনা করতে ভোলেন না তিনি।সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে জানান,-“গঙ্গা আরতি নিয়ে আপত্তির কারণ হচ্ছে একটাই, সেটা হল বিজেপির ভুত।বিজেপি আতঙ্কে ওরা ঘুমাতে পারছে না।যারা রাষ্ট্রবাদী, সনাতন সংস্কৃতির ধারক-বাহক তাঁদেরকে বাধা দেওয়াই হচ্ছে তৃণমূলের একমাত্র কাজ।”এরপরই রাজ্য পুলিশকে আক্রমণ করে আরো বলেন,-“পুলিশ বলে কিছু নেই।গত দেড় বছরে ৩০ টা কেস সিবিআই, ইডি, এনআইএ হয়েছে।এতেই বোঝা য়ায় পুলিশ বলে কিছু নেই।পুলিশ থাকলে এরা কোর্টের মধ্যে মারপিট করে।এতো মমতার পুলিশ।সারদায় দেবযানীর মা তো বলেছিলেন আমার মেয়েকে পুলিশ সব বলতে শেখাচ্ছে।”

শুভেন্দু অধিকারীর দাবি,-“আই প্যাকের ছেলেগুলোকে টেম্পোরারি হোম গার্ড করেছে।আসছে দিদির দূত।এই ছেলে গুলো হচ্ছে সব দিদির ভুত।এরাজ্য থেকে টাকা তুলছে।সেই টাকা নিয়ে মেঘালয় আর ত্রিপুরায় গিয়ে টিন বিতরণ করছে। আমার কাছে ভিডিও আছে।বান্ডিল বান্ডিল টিন গরিব মানুষকে দিচ্ছে।ওগুলো হচ্ছে এরাজ্য থেকে লুঠ করা টাকা।”

 

আরো পড়ুন:Alia-Ranbir: মেয়ের ছবি এখনই সামনে আনতে চান না রণলিয়া, পাপারাজ্জির কাছে সেই অনুরোধই জানালেন জুটি