পাঠান ছবিটি নিয়ে বিতর্ক যেনো থামছেই না। দীপিকার বিকিনির রঙ গেরুয়া হওয়ার কারণে সেই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক জগতে। আপাতত সেন্সর বোর্ডের কথা অনুযায়ী কিছু ক্লিপ বাদ দিয়ে ছবিটির শালীনতার মাত্রা বজায় রেখে তবে সেটিকে মুক্তি দেওয়া হবে। এরই মাঝে অভিনেতা অভয় দেওল (Abhay Deol) প্রশ্ন তুলেছেন, শিল্প নিয়ে এত হিংসা ছড়ানোর কি আছে?
অভয়ের দাবি, “এটা অকল্পনীয় কিছু নয়। যদি আজ বিশ্বের দিকে তাকানো যায়, সর্বত্র মেরুকরণ চলছে। আপনি যদি কোনও বিষয়কে উপলক্ষ করে গুজব রটাতে চান, সহজেই তা করতে পারেন। আগেও হয়েছে এবং পরেও হবে।”
অভয় আরও জানান, প্রযুক্তির কল্যাণে দ্রুত তথ্য পৌঁছে দেওয়া এখন কোনও ব্যাপারই নয়। সে রকমই ভুল তথ্যও চোখের নিমেষে হাতে চলে আসে। অভয়ের (Abhay Deol) কথায়, “মিডিয়া হোক কিংবা সমাজমাধ্যমের বিভিন্ন পেজ, মুখরোচক রটনা দর্শককে উস্কে চলে। সাধারণ মানুষও সেই ফাঁদে পা দেন। কিন্তু যদি আমার কথা বলি, আমিও কি বয়কট প্রবণতাকে মদত দেব? আমিও কি এতে বিশ্বাসী? না। এটা মারাত্মক ক্ষতিকর সংস্কৃতি। ভুল তথ্য ছড়ানোর থেকেও বিপজ্জনক। অন্ধকারে ডুবিয়ে দেওয়ার মতো।”
প্রসঙ্গত, ১৩ই জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অভয়ের নতুন কাজ “ট্রায়াল বাই ফায়ার”।
আরো পড়ুন: Sikha Sharma: বর বেশে সব্যসাচীকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না ঐন্দ্রিলার মা, কি বললেন তিনি?