আজ থেকে শুরু গঙ্গাসাগর মেলা।আর মেলা শুরুর আগেই গঙ্গাসাগর মেলা পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।ঠিক ১২ টা ১৫ নাগাদ গঙ্গাসাগরের অস্থায়ী হেলিপ্যাড মাঠে অবতরণ করেন রাজ্যপাল।দেখা যায় রাজ্যপালকে এদিন স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার আধিকারিক,দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা।এরমধ্যে বঙ্কিমচন্দ্র হাজরা রাজ্যপালকে ফুল দিয়ে অভিনন্দন জানান।তারপর রাজ্যপালকে নিয়ে কক্ষের দিকে প্রবেশ করেন তারা।

জানা গিয়েছে সেখানে বিশ্রাম নেওয়ার পর,রাজ্যপাল গঙ্গাসাগর ঘুরে দেখবেন।পাশাপাশি তিনি পূজো দেবেন কপিল মুনি মন্দিরে।সব মিলিয়ে বলা যায়,আজ গঙ্গাসাগর মেলা আবারও দু’বছর পর রঙিন হয়ে উঠেছে।কারণ সকাল থেকেই গঙ্গাসাগর মেলা ঘিরে রীতিমত সাজো সাজা রব।

মূলত,বাংলায় একটি প্রবাদ রয়েছে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’।তাই প্রতিবছর গঙ্গাসাগরে স্নান করতে এবং কপিল মুনির আশ্রমে পুজোর দেওয়ার জন্য ভিড় করেন লক্ষাধিক পুণ্যার্থীরা।তবে দুবছর সেই আনন্দে করোনা থাবা বসিয়েছিল।যদিও গত বছরে এই মেলাতে ভিড় ছিল চোখে পড়ার মতোই।কোভিড বিধি নিষেধকে উপেক্ষা করেই গঙ্গাসাগরে জমায়েত হয়েছিল প্রচুর মানুষ।তবে এবার গতবারের থেকেও মানুষের অধিক সমাগম লক্ষ্য করা যাচ্ছে।শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী নয়,এই গঙ্গাসাগর মেলাতে স্নান করতে এবং কপিল মুনির আশ্রমে পুজো দিতে ভিন রাজ্য থেকেও ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষরা।

 

আরো পড়ুন:Keshari Nath Tripathi:প্রয়াত বঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী!শোকপ্রকাশ মোদী-মমতার