দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হাম,রুবেলা!এর প্রকোপ রুখতে শুক্রবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে জেলাশাসকের দপ্তরে এক বৈঠকের আয়োজন করা হয়।এবং বৈঠকের মাধ্যমে জানানো হয়,উত্তর ২৪ পরগনা জেলায় হাম, রুবেলার প্রকোপ রুখতে টিকাকরণের প্রক্রিয়া শুরু হবে।যেটি আগামী ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।প্রথম তিন সপ্তাহে সরকারি ও বেসরকারি বিভিন্ন স্কুলে দেওয়া হবে এই টিকা।পরবর্তী সপ্তাহে কিছু অঙ্গণওয়ারি কেন্দ্রে এই টিকাকরণ প্রক্রিয়া চলবে।
আরো বলা হয়,৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স অব্দি প্রত্যেকটি ছেলে মেয়েকে এই টিকা দেওয়া হবে।এমনকি আগে টিকা নেওয়া থাকলেও,এই টিকা নেওয়া বাধ্যতামূলক।স্বাস্থ্যদপ্তরের বক্তব্য,কেন্দ্র চেয়েছিল কমিউনিটি বা এলাকা ধরে গণটিকাকরণ।কিন্তু নবান্নের নির্দেশ, স্কুল থেকে পাড়া-সর্বত্র টিকা দিতে হবে, যাতে একটা বাচ্চাও বাদ না পড়ে।সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে আগামী ৯ই জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি বাংলার প্রতিটি জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও এই টিকাকরণের প্রক্রিয়া চলবে।
উত্তর ২৪ পরগনায় মোট এই টিকা প্রাপক শিশুর সংখ্যা মোট ৬ লক্ষ্য ৪২ হাজার ৫১৯ জন।জানানো হয়েছে,কর্মসূচি সুষ্ঠভাবে রূপায়ণের জন্য স্বাস্থ্য দফতরের পাশাপাশি শিক্ষা দপ্তর,নারী ও শিশু কল্যাণ দপ্তর ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরগুলি থাকবে।
আরো পড়ুন:Kunal Ghosh:কুণাল ঘোষকে নিশানা করে জয় শ্রীরাম স্লোগান!হাসি মুখেই পাল্টা উত্তর দিলেন নেতা