আবাস যোজনা দুর্নীতি নিয়ে ফের সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।তিনি তীব্র আক্রমণ শানিয়েছেন শাসক দলের নেতাদের বিরুদ্ধে।শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘‌চুরিও করছে। আর নেতাদের বাঁচাতে বিক্ষোভও দেখাচ্ছে। নেতারা চুরি করলে গ্রেফতার করতে দেওয়া হয় না। চুরি করে মেনে নিচ্ছেন। কিন্তু নেতাদের বাঁচাতে চোখ রাঙাচ্ছেন। সারা দেশের কাছে বাংলা কলঙ্কিত হচ্ছে।’‌

পাশাপাশি নয়া ভারতের প্রজেক্ট বন্দে ভারত এক্সপ্রেস নিয়েও সরব হন তিনি। দিলীপ বাবু বলেন, ‘নয়া ভারতের প্রজেক্ট। প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট। ফলে সবার একটা সেন্টিমেন্ট রয়েছে। এরকম ঘটনায় আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি এবং জল্পনা করতে থাকি। জানিনা রেল কাকে ধরেছে? কোথায় ধরেছে? কোন জায়গায় হয়েছে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মতামত আসছে। যে ঘটনা যে রাজ্যেই হোক, সেই সরকারের দায়িত্ব এই ট্রেনটাকে রক্ষা করা।’

তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ বিশ্বাস করে না বলেই দাবি বিজেপি নেতার। এদিন মমতা বলেছিলেন, এটা রাজ্যকে বদনাম করার চক্রান্ত। তাতেই দিলীপ ঘোষের বক্তব্য, ‘উনি তো প্রথমে বলেছিলেন পুরোন ট্রেন রং করে চালিয়ে দিয়েছে। ওনার কথায় কেউ আস্থা রাখে? বিশ্বাস করে? উনি তো ওনার মতো কথা বলেন। সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ওপর ভিত্তি করে সবাই প্রতিক্রিয়া দিয়েছে।’

 

আরো পড়ুন:J P Nadda:পঞ্চায়েত ভোটের আগেই চলতি মাসে রাজ্যে আসছেন জেপি নাড্ডা