চুল আঁচড়ানো অবশ্যই দরকার। শীতকালে এসি তো আমাদের মাথার স্ক্যাল্প অনেক শুস্ক হয়ে যায়।এতে মস্তিষ্কে রক্ত চলাচল ভালো হয়৷ চুল পড়া কমে এবং চুলের গোড়া মজবুত হয়। অক্সিজেনসমৃদ্ধ রক্ত এবং একাধিক পুষ্টিকর উপাদান চুলের গোড়ায় পৌঁছে গিয়ে চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।চেষ্টা করবেন কাঠের চিরুনি (winter hair care)দিয়ে চুল আঁচড়ানো।
যখন আমরা কাঠের চিরুনি ব্যবহার করে চুল আঁচড়াই, তখন তা আমাদের মাথার ত্বকে নিঃসৃত প্রাকৃতিক তেলকে চাপ দেয় এবং সমানভাবে এটি দিয়ে আমাদের চুলকে আবরণ করে। এটি চুলের দীপ্তি উন্নত করে । বিপরীতে, একটি প্লাস্টিকের চিরুনি যখন এই তেলগুলির বিরুদ্ধে ঘষে যা চুল ঝরে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
মাথার ত্বকের ভালো স্বাস্থ্য মানে চুলের স্বাস্থ্য ভালো। কাঠের চিরুনি ব্যবহার আমাদের মাথার ত্বকেরক্ত সঞ্চালনে সহায়তা করে। চুলের বৃদ্ধি এবং শক্তি বৃদ্ধি করে।খুশকির সমস্যা প্রায় সবারই কখনো না কখনো হয়েছে বা হয়। কাঠের চিরুনি এই সমস্যা রোধে বিশেষ ভাবে সাহায্য করে। কাঠের চিরুনি তেলকে মাথার সমস্ত দিকে সুন্দর ভাবে ছড়িয়ে দেয়। যেটা স্কাল্প ময়েশচারাইজড্ করে। এর ফলে খুস্কির মত সমস্যা গুলি হয় না।
যখন কাঠের চিরুনি ব্যবহার করা হয়, তখন প্রাকৃতিক ভাবে চুলের ভলিউম বাড়ে। আমরা জানি কাঠের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। আর ঘর্ষণের ফলে তড়িৎ উৎপন্ন হয়। তাই এতি চুলকে একত্রে জড়িয়ে ফেলে না।কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে মাথা পরিষ্কার থাকে। কারন আঁচড়াবার সময় মাথার ধুলো ময়লা বেরিয়ে আসে চিরুনির সঙ্গে । তার ফলে স্ক্যাল্প পরিষ্কার থাকে। এবং চুল কম পড়ে।(wintet hair care)
Image source-google