খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতেই তৈরি করুন বারবিকিউ চিকেন উইংস। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ

১. চিকেন উইংস আধা কেজি

২. আদা বাটা ২ টেবিল চামচ

৩. রসুন বাটা ২ চা চামচ

৪. সয়া সস ১ টেবিল চামচ

৫. কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ

৬. আধা কাপ মসলার মিশ্রণ

৭. তেল সামান্য

৮. ডিম ১টি

৯. তিলের তেল ২ টেবিল চামচ

১০. বারবিকিউ সস এক কাপ

১১. মধু আধা কাপ

১২. লেবুর রস ২ চা চামচ

১৩. পাপরিকা পাউডার ১ চা চামচ

পদ্ধতি

প্রথমে বাটিতে চিকেন উইংস, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়ো, মসলা, তিলের তেল ও ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখনি ১০-২০ মিনিট।

এবার মেরিনেট করা মাংস আরও একবার মাখিয়ে নিন। যাতে মাংসের গায়ে মসলা লাগে। একটি ফ্রাই প্যানে পরিমাণমতো তেল গরম করে নিন। চিকেনগুলো একেক করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন।

এবার প্যানে সামান্য তিলের তেল গরম করে নিন। এতে রসুন বাটা, বারবিকিউ সস, মধু, লেবুর রস, তিল, পাপরিকা পাউডার ও মিশ্রিত মসলা দিয়ে রান্না করে সস তৈরি করুন।

সবশেষে ভাজা চিকেন উইংস সসের সঙ্গে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বারবিকিউ চিকেন উইংস।

আরো পড়ুন: Jilabi Pithe: বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু জিলাপি পিঠা

 

By Torsha