সোমবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে আরো একবার তৃণমূল সরকারকে আক্রমণ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।বলেন, “ভূত রামনামে ভয় পায়। তৃণমূল কী ভূত হয়ে গিয়েছে? কে কার মধ্যে ঈশ্বর দেখে জানিনা। আমরা শুরু থেকেই রাম দেখি। ওরা বা কংগ্রেস বিপদে পড়লে তবে রাম দেখে।”

সম্প্রতি গ্যাসের মূল্যবৃদ্ধি রাম নাম নিলে কমবে কিনা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিষেক।এই বিষয়েও এদিন মুখ খোলেন মেদিনীপুরের সাংসদ।তিনি বলেন,-“আমরা জানি যার কোনও রাস্তা নেই, সে রামের নাম করে। রামকে ভয় পাওয়ার কী আছে? রামই তো উদ্ধার করেন।”

সাক্ষী থেকেছে বঙ্গ রাজ্যনীতি। এই প্রসঙ্গে অতীতে দল এবং নিজের অবস্থানও স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী। শাসকদলের মতে, বিজেপি মানুষের কথা ভাবে না। শুধু ধর্মীয় ভেদাভেদ তৈরি করে বাংলায় বিভাজন তৈরি করতে চায়। সেটারই তীব্র আপত্তি জানানো হয়েছে। তবে রাম নামের এই বিতর্ক যে সহজে থামতে দেবে না গেরুয়া শিবির।

দিলীপ ঘোষের এই কথার পর আবারো শোরগোল পড়ে গেলো।হঠাত্‍ রামকে নিয়ে যেভাবে তিনি সওয়াল করতে শুরু করেছেন তাতে এই বিতর্ক যে সহজে থামবে না তাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

আরো পড়ুন:Abhishek Banerjee:তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে,নতুন রাজনীতির পাঠ পড়ালেন অভিষেক