আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রমৃত্যুর ঘটনায়,এবার চিহ্নিত করা হল ঘাতক গাড়িটিকে।এছাড়াও তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে।পাশাপাশি খোঁজ চলছে মূল অভিযুক্তের।তবে মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়া অব্দি,মৃতের সহপাঠীরা বিক্ষোভ জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন।

সূত্রের খবর,নতুন বছরের প্রথম দিন বিকেলে বেপরোয়া এক গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তথা মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা শাকিল আহম্মেদের।এরপরই তার সহপাঠীরা ক্ষোভে ফেঁটে পড়েছিল।সন্ধ্যে থেকে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখিয়েছিল তারা।তাঁদের দাবি ছিল, যে গাড়িটি ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে সেই গাড়িটিকে আটক করতে হবে।রাত পর্যন্ত গড়ায় তাঁদের এই অবরোধ।এদিকে এই ঘটনার খবর পেয়ে ওইদিন রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন নিউটাউন রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।তিনি ও পুলিশের আশ্বাসে রবিবার রাতের মতো অবরোধ তুলে নেয় পড়ুয়ারা।কিন্তু ফের সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ শুরু করে বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা।সোমবারও পড়ুয়ারা দাবি জানান,দ্রুত ঘাতক গাড়িটিকে চালক সহ আটক করতে হবে।খবর পেয়ে এদিনও ঘটনাস্থলে উপস্থিত হন বিধাননগরের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা।পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের বলা হয়,বিকাল ৫টার মধ্যে ঘাতক গাড়িটি আটক করা হবে।

অবশ্য শেষ পর্যন্ত কথা রাখতে পারেন পুলিশ আধিকারিকরা।রাস্তায় লাগানো ক্যামেরার সিসিটিভি ফুটেজ দেখে নিউটাউনের একটি শো-রুম থেকে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ।যদিও গাড়ির মালিকের খোঁজ পায়নি কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।তার খোঁজে তদন্ত চলছে।এরপরও পড়ুয়ারা স্পষ্ট জানিয়ে দেন,আপাতত তাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে।তবে চালক গ্রেপ্তার না হলে বিশ্ববাংলা সরনী অবরোধ করার অব্দি হুঁশিয়ারি দেন তাঁরা।

এই ঘটনা প্রসঙ্গে এদিন বিধান নগরের ডিসি নিউ টাউন প্রভীন প্রকাশ জানান,-“রুবি হাসপাতাল মোড়ে টয়োটার একটি শোরুমে ঘাতক গাড়িটির রিপেয়ারিং করতে দিতে আসেন এক ব্যক্তি।ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ গাড়িটিকে চিহ্নিত করে।ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।সানমার্গ মিডিয়া হাউজের নামে গাড়ি নথিভুক্ত রয়েছে।”তিনি আরো বলেন,-“চালককে চিহ্নিত করেছে যে দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিল।আশা করা যায়,রাতের মধ্যেই ওই চালককেও গ্রেপ্তার করা হবে।”এখন এই ঘটনা কোন দিকে মোড় নেই,সেই দিকে চোখ সবার!

 

আরো পড়ুন:District Police:দুর্ঘটনাকে এড়াতে ট্রাফিক সিগন্যালের উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার