বড়দিন গেছে কিন্তু বছর শেষের উদযাপন এখনো বাকি আছে তাই এখনই উৎসব শেষ নয়। আর বাঙালির তো লেগেই থাকে বারো মাসে তেরো পার্বণ। তাই বছরের শেষ দিনে বানিয়ে নিন এই সুস্বাদু মাটন কিমা বিরিয়ানি। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)। রেসিপিটি (Recipe) যেমন সুস্বাদু, তেমনই চটজলদি বানিয়ে ফেলা যায়। আর দেরি না করে দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি।

উপকরণ

১. বাসমতি চাল ২ কাপ

২. খাসির মাংসের কিমা ২০০ গ্রাম

৩. এলাচ ৩টি

৪. তেজপাতা ১টি

৫. লবঙ্গ ৪টি

৬. আদা বাটা ১ চা চামচ

৭. রসুন বাটা ১ চা চামচ

৮. পেঁয়াজ কুচি ১ কাপ

৯. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ

১০. ধনে গুঁড়া আধা টেবিল চামচ

১১. হলুদ গুঁড়া আধা টেবিল চামচ

১২. গরম মসলা আধা চা চামচ

১৩. কাজুবাদাম ও কিশমিশ ২ টেবিল চামচ

১৪. ঘি ১ টেবিল চামচ

১৫. লবণ ও

১৬. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে প্যানে ঘি গরম করে পেঁয়াজ কুচি, কাজুবাদাম ও কিশমিশ ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখুন। প্যানে আরও কিছুটা তেল ও ঘি দিয়ে তার মধ্যে এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নিন।

ভাজা হলে এর মধ্যে রসুন-আদা বাটা ও কাঁচা মরিচ দিয়ে ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। বাকি সব উপকরণ একসঙ্গে দিয়ে কষিয়ে নিন কিছুক্ষণ।

এরপর মাংসের কিমা দিয়ে মসলার সঙ্গে কষিয়ে নিন। এবার মাংসে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল, পরিমাণমতো জল দিয়ে মিশিয়ে ঢেকে দিন।

মাঝারি আঁচে ২০-২৫ মিনিট রান্না করুন। চাল সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে নামিয়ে নিন। উপরে ঘি, ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা, ভেজে রাখা কাজুবাদাম, কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন মজাদার কিমা বিরিয়ানি।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই সরিষা ফুলের বড়া

By Torsha