কলকাতার বইমেলা শহরবাসীর কাছে এক অন্যতম আকর্ষণ।তবে এই প্রথম ঐতিহাসিকময় বারাসাতেও (Barasat) শুরু হতে চলেছে বইমেলা।জানা গেছে,জানুয়ারি মাসের ১৮ তারিখ থেকে এই মেলা ২৪ তারিখ পর্যন্ত চলবে।বারাসাত গভর্মেন্ট স্কুলের মাঠে আয়োজিত ওই বইমেলায় ৫০ টির বেশি বুক স্টল থাকবে।এছাড়াও থাকবে ফুড স্টল সহ আরো অন্যান্য কিছু স্টল।প্রতিদিন থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।সাথে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে চলবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা।
এই বইমেলা নিয়ে বারাসাত পৌরসভার উপ পৌর প্রধান তাপস দাস গুপ্ত জানিয়েছেন,-“বারাসাত ঐতিহাসিক জায়গা শুধু না বারাসাত নামের পিছনে সাহিত্যিকের গতিবিধি চলে আসে।বারাসাতে অনেক স্কুল,কলেজ আছে।এই উদ্যোগ ছিল আমাদের বহুদিনের।এবার থেকে বারাসাতে এই বইমেলা চলবে।”তিনি আরো বলেন,-“এই বইমেলার মাধ্যমে ছাত্র ছাত্রীদের জন্য কুইজ প্রতিযোগিতা এবং বিতর্ক সভা করবো।এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।এছাড়াও বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু মডেল করাও হচ্ছে।”
উপ পৌর প্রধান আরো বলেন,-“প্রথম বইমেলা বারাসাতে হলেও প্রচুর সারা পাচ্ছি।এই মুহূর্তে স্টলের সংখ্যা ৫০ এর মত করা হচ্ছিল।তবে মনে হচ্ছে আরো বাড়াতে হবে।মানুষ খুব উৎসাহী।আমার মনে হয় বারাসাতের ঐতিহ্য আমরা বজায় রাখতে পারবো।”
আরো পড়ুন:Arijit Singh : ‘গেরুয়া’ গান গাওয়ার কারণে কলকাতায় বাতিল হয়ে গেল অরিজিৎ সিংয়ের শো ?