শুক্রবার পানিহাটি (Panihati) মহোৎসব তলাঘাটে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের সূচনা হলো।এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে এই প্রকল্পের সূচনা করেন পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ (Nirmal Ghosh)।তবে এদিন বিধায়ক ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পানিহাটি পৌরসভার সকল পৌরপরিষদ,পৌরপ্রতিনিধি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

মূলত,গঙ্গার পারগুলোকে যাতে সুন্দর থাকে এবং এসটিটি প্লান্ট গুলোকে যাতে সংস্কার করা যায়।এবং পুনঃনির্মাণ করে নতুন করে এস টি টি প্লান্ট তৈরি করে,পৌরসভার ময়লা জল যাতে আর গঙ্গায় না পড়ে,তার জন্যই এই প্রকল্প সূচনা করা হয় এদিন।এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ক বলেন,-“আজ সর্বপ্রথমে আমরা সকলে শোক প্রকাশ করেছি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুতে আমরা সকলে শোকাহত।কিন্তু তার মধ্য দিয়েও প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন ভার্চুয়ালি করেন।আর তাতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।তাতে আমরা অংশ নিয়েছি।আমরা চাই,নমমী গঙ্গের কাজ যাতে দ্রুত শেষ হয়।এবং গঙ্গা যাতে পরিষ্কার থাকে,সেই ব্যবস্থায় নেওয়া হচ্ছে।”

তিনি আরো বলেন,-“গঙ্গা যাতে পরিষ্কার থাকে তার জন্য রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছিল।এবং প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে এসেছিলেন,তার জন্য দুজনকেই আমরা ধন্যবাদ জানায়।”

 

আরো পড়ুন:Mamata Banerjee:পেলের এবং প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর