খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার তৈরি করুন এক নতুন ধরনের স্ন্যাক্স। নতুন কায়দায় বাড়িতে বানিয়ে নিন ফ্রায়েড চিকেন উইংস। কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (recipe)।
উপকরণ
১. চিকেন উইংস ৮টি
২. মধু ২ টেবিল চামচ
৩. টোবাসকো সস ২ চা চামচ
৪. লেবুর রস ১ চামচ
৫. লেবুর খোসা কোরা ২ চা চামচ
৬. লবণ ও গোলমরিচের গুঁড়া স্বাদমতো
৭. সাদা তেল ১ কাপ ও
৮. ময়দা ২ টেবিল চামচ।
পদ্ধতি
মুরগির মাংসের টুকরোতে লবণ ও গোলমরিচ মাখিয়ে নিন। সস’সহ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন মেরিনেটের জন্য।
এবার ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে ডুবো তেলে ভেজে নিন চিকেনের টুকরোগুলো। তেল এড়াতে চাইলে ওভেনে ১৬০ ডিগ্রিতে প্রি হিট করে ৪৫ মিনিট ধরে বেক করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন উইং।
পরিবেশনের সময় মেয়োনিজ বা টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে দারুন মানিয়ে যাবে এই পদ।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে সুস্বাদু রসমালাই