এবার এক গাড়ির মালিককে মারধরের অভিযোগ উঠল লেকটাউন (Lake town) ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের বিরুদ্ধে।আর এই মারধরের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার কান্ড বাঁধে এলাকায়।ইতিমধ্যে এই নিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ওই গাড়ির মালিক।

আহত গাড়ির মালিকের অভিযোগ,গাড়িটি বাঙ্গুর এভিনিউতে নো পার্কিংয়ে রাখা ছিল।তার মেডিকেল ইমারজেন্সি থাকায় তিনি অল্প সময়ের জন্য সেখানে গাড়িটি পার্ক করেছিলেন।সেই সময় গাড়িটি লেকটাউন ট্রাফিক গার্ডে নিয়ে আসে পুলিশ।এরপর গাড়ির মালিক,তার সাথে আরো কয়েকজনকে নিয়ে যখন লেকটাউন ট্রাফিক গার্ডে কথা বলতে আসে,তখন তাদের ওপর অন্তত ২৫ জন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা চড়াও হয়।এবং তাদের মারধর করে।ঘটনার জেরে এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অবশ্য পুলিশের এক আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন,-“গাড়িটি নো-পার্কিং জোনে রাখা হয়েছিল।তার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়।পুলিশের বিরুদ্ধে মারধরের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে।অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়া হবে।”

 

আরো পড়ুন:Dilip Ghosh:বিপ্লব ওঝার দলবদল নিয়ে বিস্ফোরক দিলীপ