অবশেষে টেস্ট ক্রিকেটে শতরানের খরা কাটিয়ে উঠেছেন ডেভিড ওয়ার্নার। ২০২০ সালের জানুয়ারি মাসে শেষ বার টেস্ট ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছিয়েছিলেন ওয়ার্নার(Devid Warner)। প্রায় তিন বছর টেস্ট ক্রিকেটে এক বারের জন্যও শতরান করতে তিনি পারেননি। সমালোচকরা কখনও কাউকে ছাড়ে না।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে নামার আগে তাঁর ফর্মের কারণে সমালোচিত হন ওয়ার্নার(Devid Warner)। এই পরিস্থিতিতে কেরিয়ারের শততম টেস্টে খেলতে নামার আগে ওয়ার্নার বলেছিলেন, তাঁর কাছে এই শততম টেস্ট ম্যাচে খেলতে নামা স্বপ্ন সফল হওয়ার মতো এবং যে কোনও কিছুর থেকে অনেক বেশি স্পেশ্যাল। বক্সিং ডে টেস্টকেই হয়তো ওয়ার্নার বেছে নিয়েছিলেন সমালোচকদের জবাব দেওয়ার মঞ্চ হিসেবে।

এ দিন প্রথম শতরান করার সঙ্গেই তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে শতরান করার নজির গড়েন ওয়ার্নার। পাশাপাশি দ্বি-শতরান করে সমস্ত সমালোচকের মুখে কড়া জবাব দেন ওয়ার্নারছ বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি শততম টেস্টে দ্বি-শতরান করেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন জো রুট। ভারতের বিরুদ্ধে শততম টেস্টে দ্বি-শতরান করেছিল রুট। তবে সব ভাল’র মধ্যেও দ্বি-শতরানকে সেলিব্রেট করতে গিয়ে চোট পেয়ে বসেন ডেভিড ওয়ার্নার(Devid Warner)।

শতরানের পর শূন্যে লাফিয়ে উঠে যোদ্ধার মতো হাত ছোঁড়া ওয়ার্নারের ট্রেডমার্ক স্টাইল। এ দিনও সেই সেলিব্রেশন করতে লিগে ল্যান্ডিংয়ের সময়ে পায়ের পেশিতে চোট পান তিনি। তার মধ্যে ব্যাট উঁচিয়ে অভিবাদন গ্রহণ করেন। তবে, খেলা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি। চোট পেয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন তিনি।

২০০ রানের মাইলস্টোনে পৌঁছনোর আগে থেকে ক্র্যাম্পের সমস্যায় ভুগছিলেন ওয়ার্নার। কিন্তু যে ভাবে তিনি নিজের শতরান সেলিব্রেট করেন তা তাঁর অবস্থা আরও কঠিন করে তোলে। এবং এর পরই তাঁকে আউট না হয়েই ফিরে আসতে হয় প্যাভিলিয়নে। ক্র্যাম্পের কারণে একাধিক বার মাঠের মধ্যেই চিকিৎসা নিতে হয় ওয়ার্নারকে এই ইনিংস খেলার সময়ে। ২৫৪ রানে এই ম্যাচে দ্বি-শতরান পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার(Devid Warner)। ১৬টি চার এবং দুইটি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছেন তিনি।

 

Image source – Google