বাংলাদেশের বিরুদ্ধে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শেষে বেশ সুবিধাজনক জায়গায় ভারত। আপাতত ভারতের লিড ৮০ রানের। প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৭ রানের জবাবে ৩১৪ রানে শেষ হয়েছে ভারতের ইনিংস। দিনের শেষে ব্যাট করতে নেমে বাংলাদেশের (India vs Bangladesh Test Series) স্কোর বিনা উইকেটে ৭ রান।
গত কয়েকমাসে লাগাতার যাকে আক্রমণ করা হয়েছে ব্যর্থতার জন্য। বারবার দাবি উঠেছে, দল থেকে বাদ দেওয়ার। সেই ঋষভ পন্থের উপর কেন টিম ম্যানেজমেন্ট চোখ বন্ধ করে ভরসা করে, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক। বাংলাদেশের বিরুদ্ধে চাপের মুখে নেমে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেললেন পন্থ। বাংলাদেশের বোলাররা যখন প্রথম তিন উইকেট তুলে নিয়ে ভারতকে(India vs Bangladesh Test Series) পাহাড়প্রমাণ চাপের মুখে ফেলে দিয়েছিল, তখনই পন্থের কাউন্টার অ্যাটাক ম্যাচে ফেরায় ভারতকে। পন্থ যখন ক্রিজে এলেন তখন ভারতের স্কোর ৭২ রানে ৩ উইকেট। সেখান থেকে তিনি ১০৫ বলে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলেন।
পন্থের দেখানো পথে পালটা আক্রমণ শুরু করেন শ্রেয়স আইয়ারও। সাফল্য পান কলকাতা নাইট রাইডার্স অধিনায়কও। শ্রেয়সও ১০৫ বলে ৮৭ রান করেন। এই দুই তারকার ইনিংসে ভর করে ভারত একটা সময় বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে দেয়। কিন্তু বাংলাদেশ ভারতের শেষদিকের ব্যাটারদের সহজেই প্যাভিলিয়নে ফিরিয়ে দেয়। ফলে ভারত(India vs Bangladesh Test Series) অল আউট হয়ে যায় ৩১৪ রানে। প্রথম দিনে ৮৭ রানের লিড পায় টিম ইন্ডিয়া।
ঢাকার ঘূর্ণি পিচে এই ৮৭ রান মহামূল্যবান হয়ে উঠতে পারে। যদিও দিনের শেষদিকে ব্যাট করতে নেমে বাংলাদেশ আর কোনও উইকেট খোয়াইনি। ৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৭ রানে খেলছে বাংলা টাইগাররা। ৫ রান করে ক্রিজে রয়েছেন শান্ত। ২ রানে অপরাজিত আগের ম্যাচে সেঞ্চুরি করা জাকির।
Image source – Google