শীতকাল এলেই পিঠে খাওয়া নিয়ে বাঙালির মধ্যে এক আলাদা রকমের উন্মাদনা তৈরি হয়।

আর পিঠের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পিঠে হলো পাটিসাপটা।

আজকাল মিষ্টির দোকানে পাটিসাপটা (Patisapta) বিক্রি হলেও ঘরে মা ঠাকুমার হাতের তৈরি পাটিসাপটার কোনো তুলনা নয়।

চলুন তাহলে দেখে নিই সেই সুস্বাদু স্বাদের পাটিসাপটা (Patisapta) কিভাবে বানাবেন।

উপকরণ

চালের গুঁড়ো- ১ কাপ, ময়দা- অর্ধেক কাপ, সুজি- ১/৪ কাপ, দুধ- ১ কাপ, নুন- এক চিমটি, খেজুরের গুড়- অর্ধেক কাপ, ঘি বা সাদা তেল- ২ টেবিল চামচ

ক্ষীরের পুরের উপকরণ

গুড়- ১/৩ কাপ, নারকেল কোরা- ১ কাপ, ক্ষোয়া ক্ষীর- ১ কাপ,

প্রণালী

প্রথমে চালের গুঁড়ো, ময়দা, সুজি, দুধ এবং নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার তাতে তরল খেজুরের গুড় ভালো করে মিশিয়ে নিন। খুব ভালো করে ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি ঘন এবং পাতলার মাঝামাঝি হবে।

ব্যাটারটি ঢাকা দিয়ে রেখে দিন। এবার কড়াই গরম করে তাতে নারকেল দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। এরপর এতে মেশান ক্ষোয়া ক্ষীর এবং গুড়। খুব ভালো করে পাক দিতে থাকুন। তবে পাক যেন শক্ত না হয়।

চালু বা ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নিন। তেল গরম হলেই তাতে গোল হাতা দিয়ে গোল করে ব্যাটারটি দিয়ে সাবধানে সেটি ছড়াতে থাকুন।

আঁচ একেবারেই কমিয়ে রাখবেন। এবার পাটিসাপটার মাঝে লম্বা করে ক্ষীরের পুর বা ক্ষীরসাটি লম্বা করে দিয়ে দিন। তারপর অনেকটা অমলেটের মতো করে ভাঁজ করে নিন।

আরও কয়েক মিনিট উলটে পালটে ভেজে নামিয়ে নিন পাটিসাপটা। গরম গরম কিংবা বাসি পাটি সাপটা দুই অবস্থাতেই দারুণ খেতে লাগে।

আরো পড়ুন: Iman Chakraborty : বছরের শেষে নতুন গানে মন মাতালেন গায়িকা ইমন চক্রবর্তী

Image source-Google

By Torsha