ব্রাজিলের ফুটবল লেজেন্ড পেলের শারীরিক অবস্থার অবনতি। জানা গিয়েছে, পেলের(Pele’s Health Condition) ক্যান্সারের অ্যাডভান্সড স্টেজ চলছে,তাই ক্রিস্টমাস পেলেকে সাও পাওলোর হাসপাতালেই কাটাতে হবে। ক্যান্সারের পাশাপাশি কিডনি ও শ্বাসনালীতেও সংক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে৷
৮২ বছরের পেলে (Pele’s Health Condition) সর্বকালের সেরা ফুটবলার হিসেবে খ্যাত। নভেম্বর থেকেই শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। পেলের মেয়ে কেলি ইনস্টাগ্রামে লিখেছেন,আমাদের বাড়িতে এবছর ক্রিস্টমাস পালন করা হচ্ছে না। আমরা ডাক্তারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, সাও পাওলোতেই থেকে যাবো৷ আমরা তোমাদের ভালবাসি,আগামী সপ্তাহে কিছু আপডেট দিতে পারবো
গত সেপ্টেম্বরে পেলের(Pele’s Health Condition) কোলোনে অপারেশন করে একটি টিউমার বাদ দেওয়া হয়। সেই টিউমার ক্যান্সারে পরিণত হয়ে গোটা দেহে ছড়িয়ে পড়েছে কি না, সে বিষয়ে ডাক্তার বা পরিবারের কেউ মুখ খুলতে চাননি৷
১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের তিনটি বিশ্বকাপ জয়ের মালিক পেলে৷ ফিফা বিশ্বকাপ ২০২২-এ পেলের রেকর্ড ভেঙেছেন নেইমার। বিশ্বকাপে ৭৭টি গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। বিশ্বকাপে পেলেকে বড় ব্যানারে মাঠে শ্রদ্ধাও জানিয়েছেন নেইমাররা।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরের দিন শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ মেসেজ লিখেছিলেন পেলে৷ পেলে লিখেছিলেন, ‘বরাবরের মতো ফুটবল তার গল্প বলেই চলেছে। খুবই চিত্তাকর্ষক ভাবে গল্প বলছে ফুটবল৷ মেসি প্রথম বার বিশ্বকাপ জিতল৷ ওর ফুটবলের যা গতিপথ, তাতে এটা ওর প্রাপ্যই ছিল। অভিনন্দন আর্জেন্টিনা৷ দিয়েগো এখন নিশ্চয়ই হাসছে।’
পেলে প্রশংসা করেছেন ক্লাব ফুটবলে মেসির সতীর্থ কিলিয়ান এমবাপেরও। ফাইনালে হ্যাটট্রিক করেছেন ফ্রান্সের স্ট্রাইকার। টাইব্রেকারেও গোল করেছেন তিনি। এমবাপের প্রশংসা করে পেলে লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু এমবাপে ফাইনালে চারটে গোল করেছে। ফুটবলের ভবিষ্যতের জন্য ও দুর্দান্ত উপহার। ওঁর খেলা দেখাও একটা বড়ো প্রাপ্তি।
Image source – Google