মীরপুরে আজ থেকে শুরু হলো ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট(India vs Bangladesh Test Series)। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। ভারতীয় দলে একটিই পরিবর্তন। কুলদীপ যাদবের জায়গায় খেলছেন জয়দেব উনাদকাট। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে।

ভারত অধিনায়ক লোকেশ রাহুল গতকাল ব্যাটিং অনুশীলনের সময় হাতে চোট পেয়েছিলেন। তাঁর খেলার সম্ভাবনা নিয়ে যাবতীয় সংশয় কেটে যায় ব্লেজার পরে তিনি টস করতে যেতেই। টস হেরে রাহুল বলেন, আমাদেরও প্রথমে ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল। উইকেট নিয়ে কিছুটা সন্দিহান। উইকেটে ঘাস রয়েছে। ফলে পিচ কীরকম আচরণ করবে সে সম্পর্কে নিশ্চিত নই। ফলে টস হারায় হতাশ নই। কোচিং স্টাফ, সিনিয়রদের সঙ্গে কথা বলেছি। প্রথম টেস্ট জয় থেকে যে আত্মবিশ্বাস সঞ্চয় করেছি সেটা মাথায় রেখেই নামব। প্রথম সেশনে উইকেটে কিছুটা আর্দ্রভাব থাকবে। ফলে দ্রুত কিছু উইকেট তুলে নিতে চাইছি। জয়দেব উনাদকাট আসায় কুলদীপ যাদবকে বাইরে রাখতে হয়েছে। এটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল যে কোনও উইকেটে বল ঘোরাতে পারেন। উইকেট অনুযায়ী দলে ভারসাম্যের কথা ভেবেই উনাদকাটকে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম টেস্টে(India vs Bangladesh Test Series) জয়ের পিছনে ব্যাট ও বল হাতে অবদান রাখা কুলদীপকে বসানোর সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। ছড়িয়েছে নানা মিম। কুলদীপ প্রথম ইনিংসে কেরিয়ারের সেরা ৪০ রান করেছিলেন, অশ্বিনের সঙ্গে গড়েছিলেন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। প্রথম ইনিংসে কেরিয়ারের সেরা ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন, দ্বিতীয় ইনিংসে ৭৩ রান দিয়ে তিন উইকেট দখল করেন। তাই কুলদীপকে বাদ দেওয়ার সিদ্ধান্তে অবাক অনেকেই। তবে বাংলাদেশে এমন ঘটনা আগেও ঘটিয়েছে ভারতীয় দল। ২০১০ সালে চট্টগ্রাম টেস্টেই অমিত মিশ্র ৭ উইকেট নেওয়ার পাশাপাশি হাফ সেঞ্চুরি করেছিলেন। তার পরের টেস্টে মীরপুরেই বাদ পড়েন।

বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান টস জিতে বলেন, প্রথম ২ ঘণ্টা কাটিয়ে ফেলাই লক্ষ্য। আশা করি আমরা ভালো করতে পারব। মীরপুরের উইকেট ব্যাটিং সহায়ক। পরের দিকে স্পিনাররা এই উইকেট থেকে সাহায্য আদায় করে নিতে পারেন। বাংলাদেশ দলে ইয়াসির আলি ও ইবাদত হোসেনের জায়গায় খেলছেন মোমিনুল হক ও তাসকিন আহমেদ।

 

Image source – Google