এর আগেও গেরুয়া শিবিরের একাংশ কাজ নিয়ে সরব হয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় (Biman Banerjee)।আবারও বিরোধীদের নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।এবার স্পিকারের নতুন সংযোজন,-‘৫০ শতাংশ সময় দেওয়া সত্ত্বেও বিধানসভা থেকে বেরিয়ে গিয়ে হট্টগোল করেন বিরোধী দলের নেতারা।’

সম্প্রতি বিধানসভা অধিবেশনে একাধিকবার দেখা গিয়েছে,বিভিন্ন ইস্যু নিয়ে হট্টগোল করেছেন বিরোধীরা।কুরুচিকর ভাষায় সরকার এবং অধ্যক্ষকেও আক্রমণ করেছেন।এবার সেই প্রসঙ্গই উঠে এল স্পিকারের কথায়।পাশাপাশি বিরোধীদের বিধানসভায় গিয়ে আইন-কানুন কতটা মানা উচিত,সেই বিষয়েও পাঠ পড়ান তিনি।এদিন স্পিকার বলেন,-“যাঁরা নির্বাচিত হয়ে বিধানসভায় যাচ্ছেন,তাঁদের সবার বিধানসভায় থাকা উচিত।বিধানসভা হল এমন একটি জায়গা যেখানে সরকারের ত্রুটি বিচ্যুতি দেখানোর সুযোগ আছে বিরোধীদের কাছে।তাই আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত।আইন কানুন আরও বেশি জানা উচিত,আরও পড়াশোনা করা উচিত বিরোধীদের।”

তিনি আরো বলেন,-“৫০ শতাংশ সময় দেওয়া সত্ত্বেও বিধানসভা থেকে বেরিয়ে গিয়ে হট্টগোল করেন বিরোধী দলের নেতারা।”এরপর তিনি আরো যোগ করে বলেন,-“অনেকে খয়রাতির সরকার বলে উপহাস করে রাজ্য সরকারকে।”তাঁর দাবি,-“মানুষের কল্যাণ করাই রাজ্যের মূল লক্ষ্য।তাই কাজ তো করতেই হবে।”

 

আরো পড়ুন:Debashree Roy:’মিঠুনদাকে যোগ্য সম্মান দেওয়া হয়নি’ এবার মহাগুরুর পাশে দেবশ্রী