বিচারাধীন অবস্থায় দমদম জেলে থাকাকালীনই এক আসামীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বারাসাতে (Barasat)।মঙ্গলবার বারাসাতের কাজীপাড়ায় টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ওই আসামীর এলাকার বাসিন্দারা।শেষপর্যন্ত অবশ্য পুলিশের কর্তাদের কথায় বিক্ষোভ কিছুটা ভগ্ন হয়।

জানা গিয়েছে,মৃতের নাম সাবির আলি ওরফে হিরুকে।মৃতের পরিবারের অভিযোগ,এলাকায় মদের ঠেক,গাঁজার রমরমার প্রতিবাদ করাতেই সাবির আলিকে মিথ্যে মামলায় পুলিশ ফাঁসিয়েছিল।এরপর বারাসাত থানার পুলিশ হিরুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়েছিল।আর বিচারাধীন অবস্থায় জেলে মৃত্যু হয় সাবিরের।

মঙ্গলবার বারাসত থানার পুলিশের কাছ থেকে পরিবার সাবিরের মৃত্যুর খবর জানতে পারে।তার পরিপ্রেক্ষিতেই এদিনের এই বিক্ষোভ।দেখা যায়,সাবিরের মৃত্যুর খবর পাওয়া মাত্রই টায়ার জ্বালিয়ে টাকি রোড অবরোধ করেন স্থানীয় মানুষজন।দুপুর দেড়টা থেকে বেশ খানিকক্ষণ অবরোধ চলে তাদের।এরপরে বারাসাত জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তৎপরতায় অবরোধ উঠে যায়।

 

আরো পড়ুন:Barasat:ফ্রুট ব্রিজকে কেন্দ্র করে পৌরপ্রতিনিধির উদ্যোগে বিক্ষোভ বারাসাতে