গঙ্গাসাগরের মেলা নিয়ে ২১শে ডিসেম্বর নবান্নে (Nabanna) জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।জানা গেছে,২০২৩ সালের ১০-১৫ জানুয়ারি সাগরদ্বীপে হবে গঙ্গাসাগর মেলা।পৌষ সংক্রান্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই দ্বীপে পুণ্যস্নান করতে আসেন।তাই পুণ্যার্থীদের সুরক্ষা থেকে শুরু করে চিকিত্‍সা সংক্রান্ত যাবতীয় বিষয় ওই বৈঠকে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর,বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি উপস্থিত থাকবেন অন্যান্য দফতরের সচিবরাও।উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার মেয়র,পুলিশ কমিশনার এবং দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক।

মূলত,করোনাকাল কাটিয়ে গত বছর থেকেই স্বাভাবিক ছন্দে ফিরেছে সাগরমেলা।তবে এ বার করোনা আতঙ্ক একেবারেই নেই।তাই রাজ্য সরকার মনে করছে গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে রেকর্ড ভিড় হবে।এমনটা ধরে নিয়েই প্রস্তুতি শুরু করেছেন রাজ্য প্রশাসনের কর্তারা।সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবান্নের এক আধিকারিক।এই মেলার জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হবে নবান্নে।আট দিন ধরে চলবে এই বিশেষ কন্ট্রোল রুম।যেখানে পালা করে দায়িত্বে থাকবেন ১০ জন আইএএস এবং ১০ জন ডব্লুবিসিএস আধিকারিক।

সাগরের পাশাপাশি কলকাতাতেও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা প্রথমে এসে পৌঁছন কলকাতার বাবুঘাটে।সেখান থেকে রওনা দেন গঙ্গাসাগরের উদ্দেশে।সেই কারণে পর্যাপ্ত সংখ্যায় বাস, পানীয় জল নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।সেই বিষয়েও বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

 

আরো পড়ুন:Sovandeb Chatterjee:এবার তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হলেন শোভনদেব চট্টোপাধ্যায়