বিশ্বকাপ(FIFA World Cup 2022) থেকে এমন বিদায়েরই তো অপেক্ষায় ছিলেন খোদ লিওনেল মেসি। মারাদোনার সঙ্গে তুলনা, তুলনা রোনাল্ডো-নেইমারদের সঙ্গেও। যদিও সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিও মেসি কয়েক যোজন এগিয়ে গেলেন রোনাল্ডো, নেইমারের চেয়ে। ক্লাব ফুটবলে এত সাফল্য, দেশের হয়ে নেই। এই কটাক্ষেরও যেন মোক্ষম জবাব মেসি দিলেন কাতার বিশ্বকাপেই। নেইমার অনেক আগেই ছিটকে গিয়েছেন। এমবাপের জোড়া গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পেরেছিল ফ্রান্স। অবশেষে মধুরেণ সমাপয়েৎ!

প্রথমার্ধে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার গোলে এগিয়ে ছিল আর্জেন্তিনা। দ্বিতীয়ার্ধে এমবাপের ৯৭ সেকেন্ডের ব্যবধানে করা জোড়া গোলে ম্যাচ ২-২ করে ফ্রান্স। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ কোনও দল আর গোল করতে পারেনি। ম্যাচের ১০৮ মিনিটে দুরন্ত গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন মেসি। যদিও পেনাল্টি থেকে গোল করে ফের সমতা ফেরান এমবাপে। টাইব্রেকারে মেসি ও এমবাপে দুজনেই গোল করেন। যদিও শেষ হাসি হাসল আর্জেন্তিনাই।

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচেই পরাজয়ে শঙ্কা দেখা দিয়েছিল। প্রশ্ন উঠেছিল, মেসির কাছে কি এবারও অধরা থাকবে বিশ্বকাপ(FIFA World Cup 2022)? যদিও এরপরই দুরন্ত কামব্যাক। আর্জেন্তিনা শিবির ওই ধাক্কাটাকে নিয়েছিল ইতিবাচকভাবেই। লিওনেল মেসি ২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলেছেন। ২০১৪ সালেও দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। আজ বেঁচে থাকলে সবচেয়ে সুখী ও খুশি হতেন দিয়েগো মারাদোনাই।

সব সময় বড় সাফল্য পেতে ভরসা করতে হয় কোর গ্রুপের উপর। আর্জেন্তিনার এই দলে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার দারুণ মিশেল লক্ষ্য করা গিয়েছে। লিওনেল মেসি, আনহেল দি মারিয়ারা ফুল ফোটালেন। পরপর তিনটি বিশ্বকাপে(FIFA World Cup 2022) গোল করার নজির গড়লেন দি মারিয়া। কোপা আমেরিকায় আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করেছিল তাঁর গোল। এবার বিশ্বকাপ জয়েও অবদান রাখলেন। যিনি কিনা চোটের কারণে নক আউট পর্বে ফাইনালে ওঠা অবধি মিনিট আটেক মাঠে ছিলেন, তাও ডাচদের বিরুদ্ধে। আজ দলে ফিরতেই বদলে গেল আর্জেন্তিনার আক্রমণ। ৩৬ বছরের খরা মিটিয়ে তৃতীয়বার আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে আলভারেজদের হাতেই উত্তরাধিকারের ব্যাটন তুলে দিয়ে যাচ্ছেন মেসি, দি মারিয়ার মতো সিনিয়ররা। আর্জেন্তিনার ফুটবল ইতিহাসে নাম তুলে নিলেন টাইব্রেকারের নায়ক গোলরক্ষক মার্তিনেজও। এই নিয়ে বিশ্বকাপে ষষ্ঠবার পেনাল্টি শ্যুটআউটে জিতল আর্জেন্তিনা।

 

Image source – Google