বাংলাদেশের বিরুদ্ধে চট্রগ্রাম টেস্টে(India vs Bangladesh Test Series) বড় রানের জয় তুলে নিল ভারত। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া কে এল রাহুলের অধিনায়কত্বে বাংলাদেশকে ১৮৮ রানে পরাজিত করল ভারত। পঞ্চম দিনের প্রথম সেশনে দ্রুত ৪ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

চতুর্থ দিনের শেষে বাংলাদেশের(India vs Bangladesh Test Series) রান ছিল ২৭২/৬। ক্রিজে উপস্থিত ছিলেন শাকিব আল হাসান এবং মেহিদি হাসান মিরাজ। দিনের শুরুতেই মেহিদি হাসান মিরাজের উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। ১৩ রানে আউট হন তিনি। এর কিছু পরে বাংলাদেশের প্রধান ভরসা শাকিব আল হাসানের উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের পথ প্রসস্থ করেন কুলদীপ যাদব। তাঁর স্পিনের ছোবলে বোল্ড হয়ে শাবিক প্যাভিলিয়নে ফেরেন ৮৪ রানে। শাকিবের উইকেট হারানোর পর বাংলাদেশের হার ছিল স্রেফ সময়ের অপেক্ষা।

টাইগার বাহিনীর টেলেন্ডারের পক্ষে ভারতীয় বোলিংয়ের সামনে এঁটে ওঠা সম্ভব হয়নি। তাইজুল ইসলাম (৪), এবাদত হোসেন (০) এবং রান খালিদ আহমেদের পক্ষে দলকে এগিয়ে নিয়ে চলা সম্ভব ছিল না। পঞ্চম দিনের সকালে দুইটি উইকেট নেন কুলদীপ যাদব এবং একটি করে উইকেট পান মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট সংগ্রহ করা চায়নাম্যান কুলদীপ যাদব ম্যাচের সেরা নির্বাচিক হয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ভারত ২৫৮/২ রান করে ইনিংস ঘোষণা করে দেয়। অপরাজিত শতরান করেন চেতেশ্বর পূজারা। তাঁর ব্যাট থেকে আসে ১০২* রান। শুভমন গিল করেন ১১০ রান। খালিদ আহমে এবং মেহিদি হাসান মিরাজ ১টি করে উইকেট পান।

বাংলাদেশকে জয়ের জন্য ৫১২ রানের টার্গেট দেয় ভারত(India vs Bangladesh Test Series) । ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে পাহাড়প্রমাণ রান তাড়া করাটা সহজ ছিল না বাংলাদেশের জন্য। টাইগারের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান শুরুটা ভাল করলেও শাকিব ছাড়া বাকি ব্যাটসম্যানরা নিজেদের কাজটা ঠিক মতো করতে না পারায় ম্যাচের ফলাফল যা হওয়ার ছিল তাই হয়েছে। জাকির ১০০ রান করে আউট হন, নাজমুল প্যাভিলিয়নে ফেরেন ৬৭ রানে।

 

Image source – Google