নবান্নের (Nabanna) ১৪তলায় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যে একান্ত বৈঠকের হাঁড়ির খবর দিল এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।শনিবার অমিত শাহকে বিদায় সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।তখনই মমতা-শাহ’র বৈঠক নিয়ে বিরোধী দলনেতা বলেন,-“নবান্ন একটি সরকারি অফিস।রাজ্যের প্রধান করণ।সেখানে ব্যক্তিগত আলোচনা হওয়াটা মোটেও স্বাভাবিক নয়।আগে এটা স্পষ্ট হওয়া দরকার।”

শুভেন্দু আরো বলেন,-মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কি কি বলার জন্য ডেকেছেন তা আমার জানার এখতিয়ারে পড়ে না।নিশ্চয়ই চা খাওয়া বা চেয়ার দেখার জন্য তিনি ডাকবেন না।তবে এই বৈঠকে রাজনৈতিক তাত্‍পর্য খোঁজার কোন মানে হয় না বলেই দাবি করেন তিনি।এরপরই মমতা অমিতের বৈঠক নিয়ে কার্যত কথা ঘুড়িয়ে দেন শুভেন্দু।

বলেন,-“বিমানবন্দরে আমি ওনার সঙ্গে দেড়-দু’মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলাম।মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার ব্যাপারে জানতে চেয়েছি।উনি আমাকে বললেন,মুখ্যমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে উনি বিএসএফের ৭২ টা চৌকির প্রসঙ্গ তুলেছেন।রাজ্য সরকার তার জন্য জমি দিচ্ছে না।তাই মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন,বিএসএফ এবং পুলিশের মধ্যে সমন্বয় আরও ভাল হলে এবং ৭২ টা চৌকির জন্য রাজ্য সরকার জমি কিনে দিলে ভাল হয়।”তবে বিরোধী দলনেতার তাৎপর্যপূর্ন ব্যাখ্যার পরও এখনো জল্পনার পাহাড় জমে রয়েছে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে।

 

আরো পড়ুন:Rathin Ghosh:খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশ্বকাপ আবহে মধ্যমগ্রামে শুরু এমএলএ কাপ