এমন অ্যাথলিট বহু কম রয়েছেন যাঁরা এখনও পর্যন্ত একবিংশ শতকে উসেইন বোল্টকে ছাপিয়ে যেতে পেরেছেন। বর্তমানে সেটাই করে দেখালেন ভারতের অলিম্পিকের ইতিহাসে প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জয়ী নীরজ চোপড়া(Neeraj Chopra)।
বিশ্ব অ্যাথলিটস নিশ্চিত করেছে ২০২২ সালে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটদের মধ্যে সব থেকে বেশি লেখালিখি হয়েছে টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো-এ সোনা জয়ী নীরজ চোপড়ার সম্পর্কে। দীর্ঘ দিন ধরে এই তালিকায় শীর্ষ স্থান ধরে রাখা জামাইকার কিংবদন্তি উইসেন বোল্টকে পিছনে ফেলে দিয়েছেন নীরজ(Neeraj Chopra)।
২০১৭ সালে অবসর ঘোষণা করেন বিশ্বের ইতিহাসে সেরা দৌড়বীদ বোল্ট। তাঁর অবসর গ্রহণ পাঁচ বছর হয়ে গেলেও এখনও ১০০ মিটার এবং ২০০ মিটারের দৌড়ে বিশ্ব রেকর্ড উইসেন বোল্টের দখলেই রয়েছে। মিডিয়া অ্যানালাইসিস কোম্পানি ইউনিসেপটার থেকে পাওয়া তথ্য থেকে বিশ্ব অ্যাথলেটিক্স জানিয়েছে নীরজ চোপড়াকে নিয়ে ২০২২ সালে ৮১২টি প্রতিবেদন লেখা হয়েছে। চোপড়ার পরে দ্বিতীয় স্থানে রয়েছেন জামাইকার এলিনে থমপসন-হেরা। তাঁর সম্পর্কে লেখা হয়েছে ৭৫১টি প্রতিবেদন। মহিলাদের ১০০ মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন শেলি – আন ফ্রাসের – প্রাইসির সম্পর্কে প্রতিবেদন লেখা হয়েছে ৬৯৮টি প্রতিবেদন। মহিলাদের ২০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়ন শেরিকা জ্যাকসনের সম্পর্কে লেখা হয়েছে ৬৭৯টি প্রতিবেদন। উসেইন বোল্টের ক্ষেত্রে ২০২২ সালে লেখা হয়েছে ৫৭৪টি প্রতিবেদন। উল্লেখ্য, যে ক্রীড়াবীদ পাঁচ বছর আগে অবসর গ্রহণ করেছেন তাঁর সম্পর্কে এতগুলো প্রতিবেদন লেখা হয়েছে, যা সত্যিই ঈর্শনীয় তরুণ অ্যাথলিটদের কাছে। এটাকে ছোট করে দেখার কোনও অবকাশ নেই।
সংবাদ সংস্থাকে বিশ্ব অ্যাথলেটিক্স-এর সভাপতি সেবাস্তিয়ান কোই বলেছেন, “এটা আগ্রহ জাগানোর মতো বিষয়। এই বছর প্রথম অ্যাথলিটদের নিয়ে সর্বাধিক প্রতিবেদন লেখার তালিকায় শীর্ষ স্থানে নেই উইসেন বোল্ট। প্রাথমিক ভাবে এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাথলিটরা নিজেদের পরিশ্রমের মধ্যে দিয়ে আবারও প্রচারের আলোয় আসছেন এবং সংবাদমাধ্যমে তাঁদের নিয়ে লেখালিখি হচ্ছে।”
Image source – Google